ভারতীয় দৌড়বিদ তার ম্যারাথনের পদক বিক্রির অর্থ দান করলেন করোনা ত্রাণ তহবিলে।

একজন লং ডিস্টেন্স রানার হলেন প্রবীণ তেওটিয়া। ইনি হলেন একজন লং ডিস্টেন্স ভারতীয় রানার। ইতিমধ্যেই থাইল্যান্ড, মালয়েশিয়া সহ দেশ বিদেশের বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহণ করে উনি বিভিন্ন পদক জিতেছেন। দেশ বিদেশের বহু মানুষ তাকে চেনেন। মেরাথনে অংশগ্রহণ করে যে সকল পদক গুলি তিনি জিতেছিলেন এবার সেগুলি বিক্রি করে তিনি যে টাকা পেয়েছেন সেই সমস্ত টাকা প্রধানমন্ত্রীর করোনা মোকাবিলার ত্রাণ তহবিলে দান করছেন।

প্রবীণ তেওটিয়া ইতিমধ্যেই তার বেশ কয়েকটি পদক বিক্রি করে দু লক্ষ টাকা পেয়েছেন, সেই সমস্ত টাকা তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন। এছাড়া তিনি আরও 11 টি পদক বিক্রি করবেন বলে ভেবেছেন, সেই পদক গুলি বিক্রি হয়ে গেলে যে সমস্ত টাকা পাবেন সেটাও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন বলে জানিয়েছেন তিনি।

45428282b65046374a98338b5489a74a47093afcf1e18ed37d0828cbde8439b2cfc8f7f9

প্রবীণ তেওটিয়া জানিয়েছেন আমার কাছে এই পদকগুলি স্বপ্ন জয়ের মতো ছিল, কিন্তু তার সত্বেও তিনি কেন নিজের স্বপ্ন জয়কে বিক্রি করে মানুষের সেবা করছেন? এই ব্যাপারে বলতে গিয়ে প্রাক্তন নৌসেনা কমান্ডোর প্রবীণ তেওটিয়া জানিয়েছেন আমি একজন সৈনিক, কর্মজীবনে বরাবরই দেশের জন্য কাজ করে এসেছি। এখন কর্মজীবন শেষ কিন্তু আমার দায়িত্ব শেষ হয়নি। এই মুহূর্তে যখন দেশের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, এই পরিস্থিতিতে সরকারের পাশে আমার দাঁড়ানো উচিত বলে মনে হয়েছে। সেই কারণেই আমি আমার জেতা পদক গুলির মধ্যে থেকে 11 টি সেরা পদক বেছে নিয়েছি, সে গুলি বিক্রি করে যে অর্থ আসবে সেই পুরো অর্থ আমি প্রধানমন্ত্রীর করোনা মোকাবিলা ফান্ডে জমা করতে চাই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর