বিরাটের ব্যাটে ভর করে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয় পেল ভারতীয় দল।

এবারের দক্ষিণ আফ্রিকা সিরিজ দুর্দান্ত শুরু করল ভারতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় দ্বিতীয় ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর এই ম্যাচে দুরন্ত জয় দিয়েই এই সিরিজ অভিযান শুরু করল ভারত। অধিনায়ক বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি জয় পেল ভারতীয় দল। বিরাট কোহলি 52 বলে 72 রানের ইনিংস দক্ষিণ আফ্রিকার থেকে এই ম্যাচ দূরে নিয়ে যায় এবং এই ম্যাচে ভারত জয়ী হয় 7 উইকেটে।

টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকাকে। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 149 রান করে দক্ষিণ আফ্রিকা। আর এই সহজ টার্গেট চেস করতে নেমে শুরুতে ভারতীয় ওপেনাররা রান করলেও মাত্র 12 রান করেই সাজঘরে ফেরৎ যান রোহিত শর্মা। অপর ওপেনার শিখর ধাওয়ান অবশ্য ভালোই ব্যাটিং করছিলেন কিন্তু ডেভিড মিলার দুর্দান্ত ক্যাচ ধরে সাজঘরে ফেরত পাঠায় ধাওয়ানকে। ধাওয়ান করেন 31বলে 40 রান। আর অধিনায়ক বিরাট কোহলি 52 বলে 72 রান করে ভারত কে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

এই ম্যাচে ফের ব্যার্থ হয় উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ, করেন মাত্র 4 রান। তবে শেষের দিকে নেমে অধিনায়ক বিরাট কোহলির সাথে শেষ পর্যন্ত খেলেন শ্রেয়স আইয়ার, করেন অপরাজিত 16 রান।

দক্ষিণ আফ্রিকা দল শুরুটা ভালো করলেও ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 149 রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়া অধিনায়ক ডি’ কক করেন 52 রান এবং টেম্বা বভুমার করেন 49 রান। এই দুজনের ব্যাটের উপর ভর করেই দক্ষিণ আফ্রিকা পৌঁছে যায় 149 রানে। এছাড়া আর কোনো প্রোটিয়া ব্যাটসম্যান এইদিন সেই ভাবে চাপ সৃষ্টি করতে পারে নি।

ভারতীয় বোলারদের মধ্যে দীপক চাহার মাত্র 22 রান দিয়ে 2 উইকেট নিয়ে নজর কেড়েছেন। এই জয়ের ফলে সিরিজে 1-0 তে এগিয়ে গেল ভারতীয় দল। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ আগামী রবিবার ব্যাঙ্গালুরুতে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর