ধোনির কাছ থেকে ১৮০০ টাকা পাবে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা, যা এখনও দেয় নি ধোনি; বিতর্ক তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির হাত ধরেই ভারত 28 বছর পর বিশ্বকাপ জিতেছে। ধোনির জন্যই ঝাড়খন্ড এবং রাঁচির নাম সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। এবার সেই ধোনিকে নিয়েই বিতর্ক শুরু হয়েছে ঝাড়খণ্ডে। ঝাড়খন্ড ক্রিকেট সংস্থার দাবি আজীবন সদস্যের চাঁদা বাবদ ধোনির কাছে 1800 টাকা বকেয়া রয়েছে। এইটা নিয়েই দাবি পাল্টা দাবিতে সরগরম হয়ে উঠেছে ঝড়খন্ড ক্রিকেট সংস্থা।

এই বছরের জুলাই মাসে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার বার্ষিক রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টে দেখা যায় ধোনির কাছে 1800 টাকা বকেয়া রয়েছে ঝাড়খণ্ডের সংস্থার। তবে সেই সময় জানানো হয়নি যে ঠিক কি কারণে ধোনির থেকে এখনো পর্যন্ত 1800 টাকা পাবে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা।

2027369262dea3d8896d21fe709d75645d718fac6115863fb0e82070a73b3395a311c8d50

তবে ঝাড়খন্ড ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় সহায় জানিয়েছেন, আজীবন সদস্য হিসাবে ধোনির কাছ থেকে 10 হাজার টাকা পায় ঝাড়খন্ড ক্রিকেট। এছাড়াও জিএসটি বাবদ পায় আরও 1800 টাকা অতিরিক্ত। ধোনির থেকে 10000 টাকা নেওয়া হলেও 1800 টাকা বাকি রয়ে গিয়েছে এমনটাই জানানো হয় সেই রিপোর্টে। সেই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই বিতর্ক সৃষ্টি হয়। কয়েকজন ধোনি অনুগামী সেই টাকা দেওয়ার জন্য ঝাড়খন্ড ক্রিকেট সংস্থার কাছে যায় কিন্তু সেই টাকা নিতে অস্বীকার করে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা। এই প্রসঙ্গে তাদের দাবি একমাত্র ধোনি যদি কাউকে তার হয়ে টাকা দিতে বলে সেই টাকায় গ্রাহ্য হবে নচেৎ যার তার কাছ থেকে এভাবে টাকা নেওয়া হবে না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর