রাস্তায় অবহেলিত ভাবে পড়ে রইলেন তৃণমূল নেতার মা, মৃত্যুর পর তাড়াহুড়ো করে করা হল অন্তিম সৎকার

বাংলাহান্ট ডেস্কঃ ‘কথায় বলে মাই হল সন্তানের পরম আশ্রয় স্থল’। কিন্তু পাঞ্জাব (Panjab) থেকে এমন দুই সন্তান এবং তাঁদের মায়ের খবর ভাইরাল (Viral) হয়েছে, যা দেখে নিন্দায় সরব হয়েছেন নেটজনতারা। সমাজে প্রতিষ্ঠিত দুই ছেলে থাকা সত্ত্বেও বছর ৮০-এর মাকে রাস্তায় পড়ে থাকতে হল।

রাস্তায় পড়ে রইল অসুস্থ মা
বড় ছেলে বলবিন্দর সিং পেশায় একজন আবগারি কর্মকর্তা এবং ছোট ছেলে রাজেন্দ্র সিংহ রাজা পেশায় একজন তৃণমূলের (All India Trinamool Congress) বড় লিডার, তা সত্ত্বেও তাঁদের বৃদ্ধা মাকে অসুস্থ এবং অর্ধ নগ্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে হল। অসুস্থ মনজিৎ কৌরকে রাস্তায় অবহেলিত ভাবে পরে থাকতে দেখে, কিছু লোক স্থানীয় প্রশাসন এবং এক NGO-কে খবর দেয়।

স্যোশাল মিডিয়ায় ভাইরাল অসুস্থ মায়ের ছবি
অসুস্থ মনজিৎ কৌরকে গুরু গোবিন্দ সিং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে স্যোশাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে। স্যোশাল মিডিয়ায় নিজের মায়ের ছবি দেখে লোক নিন্দার হাত থেকে বাঁচতে তৎক্ষণাৎ হাসপাতালে উপস্থিত হয় দুই গুণধর ছেলে।

গোপনেই শেষকৃত্য সম্পন্ন করা হয়
হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলে, ১৬ ই আগস্ট রাতে অসুস্থ মনজিৎ কৌর প্রাণ হারায়। সমাজে নিজেদের আধিপত্য অক্ষুণ্ণ রাখতে গভীর রাতে গোপনেই তারা তাঁদের মায়ের শেষকৃত্য সম্পন্ন করে। স্থানীয় বাসিন্দারা সবকিছু জানা সত্ত্বেও, সমাজের প্রভাবশালীদের ভয়ে নিশ্চুপ থাকে।

অভিযোগ অস্বীকার করে দুই ছেলে
মৃত মনজিৎ কৌরের নাতনি পুলিশের প্রথম সারির বড় কর্তা হওয়ায়, এই ঘটনার তদন্তও বেশি দূর এগোয় না। সমাজের মুখ বন্ধ করতে সমস্ত অভিযোগ অস্বীকার করে দুই ছেলে জানায়, তাদের বাড়িতে সমস্যা থাকার জন্য তারা তাঁদের মায়ের দেখভালের দায়িত্ব এক পরিচিতকে দিয়েছিলেন। তবে সময় করে তারা তাঁদের মাকে দেখতেও যেতেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর