মা বাড়িতে পরিচারিকার কাজ করে, ছেলে মাধ্যমিক পরীক্ষায় পেল টপারের স্থান

বাংলাহান্ট ডেস্কঃ সংসারের প্রতিকূলতাকে হার মানিয়ে মাধ্যমিক পরীক্ষার (secondary examination) পরবর্তীতে হরিয়ানার (Haryana) গৌরব (Gourab) জীবনে সফলতার পথে কয়েক ধাপ এগিয়ে গেছে। বাবা কাঠের দোকানে কাজ করেন এবং মা বাড়িতে পরিচারিকার কাজ করেন। গৌরব ঠিক মতো বইপত্রও ছিল না পড়াশুনার জন্য। তবে সব বাধাকে অতিক্রম করে দশম শ্রেণীতে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গৌরব।

   

জেলায় প্রথম স্থানাধিকার
মনের জোর এবং অধ্যাবসায়ই হল আসল হাতিয়ার, যার জেরে যেকোন বাধাকেই অতিক্রম করা যায়। এই সত্যকে আরও একবার প্রমাণ করে দিল হরিয়ানার গুরুগ্রামের একটি বস্তিতে বসবাসকারী গৌরব। সংসারের অর্থাভাবকে কাটিয়ে উঠে মাধ্যমিক পরীক্ষায় জেলার মধ্যে সর্বোচ্চ নম্বরের অধিকারী হয়েছে। ৪-৭ সরকারী সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গৌরবের প্রাপ্ত নম্বর ৪৯৫।

মুখ উজ্জ্বল করল বাবা মায়ের
পড়াশুনার জন্য ঠিক মতো পরিবেশও ছিল না তাঁর বাড়িতে। বাবার হঠাৎ দুর্ঘটনার জেরে পড়াশুনা বিঘ্নিত হওয়ায়, তাঁর বাবা জোর করেই তাঁকে স্কুলে পাঠিয়েছিল। ছেলের উপর পূর্ণ আস্থা থাকায়, আজ গৌরব তাঁর বাবার মুখ উজ্জ্বল করেছে। পড়ার ফাঁকে ফাঁকে মাকেও ঘরের কাজে সাহায্য করত গৌরব। দিনে পড়ার পাশাপাশি রাত জেগেও নিজের পড়াশুনা চালিয়ে যেত সে।

ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন গৌরবের
মোট নম্বর ৫০০ -এর মধ্যে গৌরব পেয়েছে ৪৯৫। ইংরেজিতে ৯৯ নম্বর, গণিতে ১০০, সামাজিক বিজ্ঞানে ৯৮, বিজ্ঞানে ৯৯ এবং সংস্কৃতে ৯৯ নম্বর পেয়েছে। গৌরব কঠোর পরিশ্রমের থেকে স্মার্ট ওয়ার্ক বেশি পছন্দ করে। তাঁর ইচ্ছা একজন ইঞ্জিনিয়ার হয়ে বাবা মায়ের দুঃখ কষ্ট দূর করবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর