ভূমি পূজনের আনন্দে সামিল হল মিরাটের মুসলিম মহিলারা, রামের নামে করলেন আরতি ও পূজা

Bangla Hunt Desk: সমগ্র অয্যোধ্যা যখন রাম মন্দিরের (Ram temple) ভূমি পূজার আনন্দে মেতে উঠেছে, তখন মিরাট (Meerut) থেকে উঠে এল নজির বিহীন দৃষ্টান্ত। দীর্ঘ ৫০০ বছর অপেক্ষার পর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব। এদিন এই অনুষ্ঠানের ভারতের পাশাপাশি আমেরিকায় অবস্থিত ভারতীয় নাগরিকরাও ভগবান রামের নামে জয়ধ্বনি দিয়ে আনন্দে সামিল হয়েছিল।

আনন্দে সামিল হলেন মুসলিম মহিলারাও
সমগ্র দেশ যখন আনন্দ করছিল, তখন সেই মহানন্দে অংশগ্রহণ করেছিল মীরাট জেলার মুসলিম রাষ্ট্র মঞ্চের মহিলা কক্ষের মুসলিম সমাজের মহিলারাও। ভগবান রামের নামে জয়ধ্বনি দিয়ে তারা আরতি করে, মিষ্টি বিতরণ করে এই শুভ দিনের আনন্দকে সকলের সাথে ভাগ করে নিলেন।

   

সেইসঙ্গে তারা জানালেন, ‘আজকের এই দিনটি সকল দেশবাসীর লাছে একটি গৌরবের দিন। শ্রী রামের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী এবং হিন্দুস্তানী মুসলমান। আজ এই শুভ দিনে আমরা সকলেই খুব খুশি’।

প্রদীপ জ্বালালেন শাহীনী পারভেজও
রাম মন্দিরের ভূমি পূজনের অনুষ্ঠানের দিন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের জাতীয় আহ্বায়ক শাহীনী পারভেজ, এই উৎসব উপলক্ষে ভগবান শ্রী রামের নামে আরতি করেন। সেইসঙ্গে নিজের বাড়িতে প্রদীপও জ্বালিয়েছিলেন। তিনি জানালেন, ‘আমাদের সকলের সাথে শ্রী রামের যোগসূত্র রয়েছে, কোন বাবরিয়া বাবরির সাথে নয়। এই বিশ্বাস থেকে আমাদের কেউ টলাতে পারবে না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর