আমজনতার জন্য ভালবযুক্ত এন-৯৫ মাস্ক ক্ষতিকারক, সতর্কতা জারি কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona virus) সংক্রমণ থেকে বাঁচতে মুখে মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। আর এতে বাজারের চাহিদা বেড়েছে এন-৯৫ মাস্কের। আমজনতার জন্য ভালবযুক্ত এন-৯৫ মাস্ক নিরাপদ নয়, তা নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Ministry of Health)।

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে জানানো হল, সাধারণ মানুষের পক্ষে ভালবযুক্ত এন-৯৫ মাস্ক ক্ষতিকারক। বরং বাড়িতে তৈরি মাস্ক পরার পক্ষেই সওয়াল করেছে স্বাস্থ্য মন্ত্রক।

স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনারেল রাজীব গর্গের লেখা সেই চিঠিতে জানানো হয়, সাধারণ মানুষের মধ্যে এন-৯৫ মাস্কের ‘অনুপযুক্ত ব্যবহার’ লক্ষ্য করা গিয়েছে। বিশেষত ভালবযুক্ত এন-৯৫ মাস্কের ক্ষেত্রে সেই প্রবণতা আরও বেশি পরিলক্ষিত হয়েছে। স্বাস্থ্যকর্মী ছাড়া সাধারণ মানুষের জন্য বাড়িতে তৈরি মাস্কের সওয়াল করেছেন তিনি।

বিশেষত, ভালভড রেসপিরেটর্স থাকা এন-৯৫ মাস্কের ক্ষেত্রে। সোমবার (২১ জুলাই)-ই এই মর্মে এক নোটিশে এন-৯৫ মাস্কের বিরুদ্ধে কেন্দ্রের আপত্তির কথা সবক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা চালিয়ে দেখেছে।

এন-৯৫ মাস্কে উপকারের থেকে ‘ক্ষতিকারক’ দিকই বেশি। কেন্দ্রের বক্তব্য, যে কারণে মাস্ক পরা, সেই কোভিড সংক্রমণই ঠেকাতে পারে না এন-৯৫ মাস্ক। সংক্রমণের বিস্তার রোধে কেন্দ্র যে সমস্ত পদক্ষেপ করেছে, এন-৯৫ মাস্ক তার জন্য ক্ষতিকারক।

DGHS রাজীব গর্গের এই অ্যাডভাইজরিতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে হোমমেড মাস্ক পাওয়া যাচ্ছে। তা ব্যবহার করা যেতে পারে।

এদিকে, সোমবার (২০ জুলাই) রাত পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ১১ লক্ষ ৫৪ হাজার ৯১৭। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ হাজার ৮১০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় গোটা দেশএ মারা গিয়েছেন ৫৯৬ জন।

সম্পর্কিত খবর