মুঘলদের মতোই ভারতের ইতিহাস থেকে মুছে ফেলা হবে নিজামদের নাম! হুঁশিয়ারি হিমন্তর

বাংলাহান্ট ডেস্কঃ তেলেঙ্গানা থেকে এক বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। শুধু তাই নয়, তাঁর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্যোশাল মিডিয়ায় ঝড় উঠে গেল। চলল নানারকম তর্ক বিতর্ক।

তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই ৩৭০ ধারাকে (Article 370) মুছে ফেলা হয়েছে আর ওদিকে রাম মন্দির নির্মাণের কাজও শুরু হয়ে গিয়েছে। দিন বেশি দূরে নেই, হায়দরাবাদ থেকে নিজামের নাম, ওয়াইসির নাম এবার বাদ হয়ে যাবে। ইতিহাস সাক্ষী আছে বাবর, ঔরঙ্গজেব, নিজামরা বেশিদিন টেকেনি ভারতে’। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, এবার নিজামের পরম্পরা শেষ হবে হায়দরাবাদে এবং উত্থান হবে সনাতন ভারতীয় সংস্কৃতির।

Himanta Biswa Sarma

এখানেই শেষ নয়, তেলেঙ্গানার টিআরএস (TRS) শাসনকে কটাক্ষ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আর একনায়কতন্ত্র চলবে না তেলেঙ্গানায়। নতুন তেলেঙ্গানা গড়তে হবে। ইতিহাস বলছে, যখনই একনায়ক কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনও দেশের প্রধানমন্ত্রী পদে বসেছেন, তখনই দেশে জরুরি অবস্থার মত পরিস্থিতির সৃষ্টি হয়েছে’।

হিমন্ত বিশ্ব শর্মার এমন বক্তব্যকে কটাক্ষ করে টিআরএস বিধায়ক তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (K Chandrashekar Rao) মেয়ে কলভাকুন্তলা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বিজেপি যে তেলাঙ্গানার গৌরবময় ইতিহাস মুছে দিতে চাইছে, তা আজ আপনার কথা থেকে স্পষ্ট বোঝা গেল। আপনার দল বিজেপি ঐক্যের ভাবনাকে এতটা ভয় পায় কেন? ২০১৮ সালে আপনারা কীভাবে ১০৭ টি আসনে হেরেছিলেন, সেটা ভুলে গেলেন?’

কলভাকুন্তলার কটাক্ষের কড়া জবাবও দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। পাল্টা ট্যুইটে তিনি লেখেন, ‘একটা সময় বিজেপি ২ টো লোকসভা আসন জিতলেও, এখনকার পরিস্থিতি নিশ্চয়ই আপনার জানা আছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর