বিরাট কোহলির কাছে ক্ষমা প্রার্থনা করলেন নেদারল্যান্ডের এই ব্যাটসম্যান।

এই মুহূর্তে ভারত অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন দুরন্ত ফর্মে। বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান আসছে বিরাটের ব্যাট থেকে। একের পর এক রেকর্ড ভেঙে সকল কে চমকে দিচ্ছেন বিরাট কোহলি। ইতিমধ্যেই অনেক ক্রিকেট বিশেষজ্ঞ দাবি করেছেন বিরাট কোহলি একমাত্র ব্যাটসম্যান যার মধ্যে রয়েছে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙ্গার মত ক্ষমতা।

আর বর্তমান সময়ে বিরাট যে দুরন্ত ছন্দে তাতে বিরাট কোহলি কে ছাপিয়ে যাওয়া সত্যি অসম্ভব, কিন্তু এবার সেই অসম্ভব কেই সম্ভব করে দেখালেন এক ক্রিকেটার। বিরাট কোহলি কে টপকে গেলেন নেদারল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার রায়ান টেন দুশখাতে।

এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে তে সবথেকে বেশি গড় ছিল ভারত অধিনায়ক বিরাট কোহলির। এবার বিরাট কোহলি কে ছাপিয়ে সেই স্থান দখল করে নিলেন নেদারল্যান্ডের ক্রিকেটার রায়ান টেন দুশখাতে, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে তার গড় 67।

ওয়ানডে ক্রিকেটে গড়ের দিক দিয়ে 60.31 গড় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানী ব্যাটসম্যান বাবর আজম, বাবরের গড় 54.55।

আর আইসিসির তরফে এই তালিকা প্রকাশ করার পরই সেটা টুইট করে দুশখাতে লিখেন সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর