ছবি দেখে ক্ষুব্ধ নরওয়ের রাষ্ট্রদূত, পাল্টা দিলেন বাস্তবের মিসেস চ্যাটার্জি

বাংলাহান্ট ডেস্ক : চলতি সপ্তাহের শুক্রবার বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee Vs Norway)ছবি। বাস্তবের ঘটনা অবলম্বন করেই লেখা হয়েছে স্ক্রিপ্ট। সাগরিকা চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা গিয়েছে রানি মুখার্জিকে (Rani Mukherjee) এবং অনুরূপ ভট্টাচার্যের বদলে দেখা মিলেছে অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)। আর এবার এই ছবি থেকে ক্ষোভ উগরে দিলেন নরওয়ের রাষ্ট্রদূত।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘যে ছবি তৈরি করা হয়েছে সেখানে তুলে ধরা হয়েছে ভুল তথ্য। বাস্তবে এমন কিছুই ঘটেনি। আসলে বাঙালি ওই পরিবার শিশুদের দেখভাল করতে না পারার কারণেই আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। আমাদের দেশে শিশু সুরক্ষায় একটি বড় দায়িত্বের বিষয়। সেটি সঠিকভাবে পালন করতে পারেনি ওই পরিবার’।

Mrs Chatterjee Vs Norway

নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স জ্যাকব ফ্রাইডেনলুন্ডের সেই টুইট রিটুইট করেছেন বাস্তবের মিসেস চ্যাটার্জি। দিয়েছেন পাল্টা জবাব। ভিডিও বার্তায় সাগরিকা চ্যাটার্জি জানান, এতগুলো বছর পেরিয়ে গেলেও আজও পর্যন্ত নরওয়ে সরকার ক্ষমা চায়নি আমাদের কাছে। এখনও পর্যন্ত আমার সন্তানরা আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। বিপদের সেই মুহূর্তে ভারত সরকারকে পাশে পেয়েছিলাম। এরপরেই তাঁর মুখে শোনা যায় ‘জয় হিন্দ’ ধ্বনি।

Mrs Chatterjee Vs Norway

নরওয়ের রাষ্ট্রদূতকে জবাব দিয়েছেন ছবির প্রযোজক নিখিল আডবাণী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘অতিথি ভগবান। এটাই আমাদের ভারতবর্ষের সংস্কৃতি। প্রত্যেক ভারতীয়রাই এই শিক্ষাটি পেয়ে আসছে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে। অতিথিদের আমরা কখনই অপমান করতে চাই না। এই বিষয়ে যদি আরও খোলসা করে বলতেই হয় তাহলে বলবো ভিডিও দেওয়াই আছে’।

শহর কলকাতা ছেড়ে নরওয়েতে গিয়ে সংসার পাতেন চ্যাটার্জি পরিবার। এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে সুখেই দিন কাটছিল তাঁদের। কিন্তু হঠাৎ করেই ঘটে গেল বিপত্তি। মায়ের কোল খালি করে কেড়ে নেওয়া হলো দুই সন্তানকে। অভিযোগ, তাঁরা নাকি ছেলেমেয়েদের মানুষ করতে অপারগ। যদিও একটা সময় তিনি জানতে পারেন সবটাই আসলে একটা ব্যবসা। এরপরে গোটা দেশের বিরুদ্ধে একাই লড়াইয়ে নামেন মিসেস চ্যাটার্জি।

Avatar
additiya

সম্পর্কিত খবর