গড়াপেটায় জড়িত ক্রিকেটারদের জেলে পাঠাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ক্রিকেটে দীর্ঘদিন ধরে বিস্তার লাভ করেছে গড়াপেটার কালো ছায়া। আর এই গড়াপেটায় সবথেকে বেশি জর্জরিত পাকিস্তান ক্রিকেট। প্রায় সময়ই দেখা যায় পাকিস্তানের কোন না কোন ক্রিকেটার গড়াপেটার দোষে দোষী সাব্যস্ত হয়েছেন। আর সেই কারণে গড়াপেটা রুখতে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার পাক সরকার ফিক্সিং কাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসাবে মান্যতা দিতে চলেছে।

গড়াপেটা এবং পাকিস্তান ক্রিকেট যেন একে অপরের পরিপূরক। গড়াপেটার জন্য এখনো পর্যন্ত যে সমস্ত পাকিস্তানি ক্রিকেটাররা দোষী সাব্যস্ত হয়েছেন তারা কেউই তেমন কোনো বড় শাস্তি পাননি। কয়েক দিনের জন্য নির্বাসিত হয়েছেন আবার ফিরে এসেছেন ক্রিকেটে। তবে এবার গড়াপেটা রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে এবার থেকে কোন ক্রিকেটারের বিরুদ্ধে যদি গড়াপেটার অভিযোগ প্রমাণিত হয় তাহলে শুধুমাত্র নির্বাসন নয় তাকে সরাসরি জেলে পাঠানো হবে।

239562832976bf4acf61a421609a44324333abc46cd9afd5edfdf5c3ad560c887edadf635

পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই প্রস্তাবে প্রাথমিক ভাবে সায় দিয়েছেন। এবার এই প্রস্তাবটি পেশ করা হবে পাকিস্তান সংসদে। পাক সংসদে এই প্রস্তাব পাশ হয়ে গেলেই এবার থেকে গড়াপেটার অভিযোগ প্রমাণিত হলে সেই ক্রিকেটারকে শুধুমাত্র নির্বাসন নয় পাঠানো হবে জেলে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর