মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে বাদ পড়েছে দলীয় নেতারাই, সমস্যার মুখে তৃণমূল

বাংলাহান্ট ডেস্কঃ নিমন্ত্রণের তালিকা থেকে বাদ গেল নিজের দলেরই বেশ কয়েকজন গণ্যমান্য নেতা। শুরু হয়ে গেল দলের মধ্যেই অন্তর্দন্ধ। তৃণমূল (TMC) নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ডাকা বৈঠকে বাদ পড়েছেন মালদহ (Maldah) জেলা তৃণমূলের বেশ কয়েকজন কর্মতর নেতা।

   

আগামী 2 মার্চ কলকাতায় (Kolkata) মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সভার আয়োজন করেছেন, যেখানে তৃণমূলের বিভিন্ন গণ্যমান্য নেতারা উপস্থিত থাকবেন। লোকসভা নির্বাচনে হারের পর ২০১৯ সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচন কৌশলী হিসেবে নিযুক্ত হন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। গত বৃহস্পতিবার মালদার ইংরেজবাজার শহরের একটি স্কুলে তৃণমূলের তরফ থেকে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে নিমন্ত্রিত নেতাদের নাম এবং পদের উল্লেখ করে তালিকাভুক্ত করা ছিল। তবে সেখানে প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে বারকোডের ব্যবস্থা থাকলেও, বাদ পড়ছেন মালদহের তৃণমূলের বিভিন্ন নেতারা।

নিমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়া নেতাদের নাম যাতে জেলা নেতৃত্বের পক্ষ থেকে তাঁদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানানো হয়। পৌরসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজ্যের সমস্ত জেলার দলীয় প্রার্থীদের ২ রা মার্চের সভায় ডেকে গুরুত্বপূর্ণ মন্ত্র দিতে চলেছেন। সেই কারনেই কি এই সভায় প্রবেশের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূল, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা।

এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি (Amlan Bhaduri) বলেন, “নতুন কর্মসূচী ঘোষণা করা হবে নেতাজি ইন্ডোরে। তৃণমূল স্তরের সংগঠনকে চাঙ্গা করার জন্য, এলাকাভিত্তিক রেলি করতে হবে। 2 মার্চের কলকাতা সভায় সেই ব্যাপারেই আলচনা করা হবে। তবে এই সভায় মালদহের বিভিন্ন ব্লক এবং জেলাস্তরের বেশ কিছু নেতা এবং কর্মরত কর্মীদের প্রবেশপত্র দেওয়া হয়নি। ওই তালিকা আমরা বানাইনি। ওই তালিকা বানিয়েছে প্রশান্ত কিশোরের টিম। বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানানো হবে। এবং দলীয় নেতা কর্মীদের যাতে প্রবেশপত্র দেওয়া হয়, তার জন্য অনুরোধ করা হবে।”

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর