তৃণমূল বিধায়ককে জুতো পরালো দলের কর্মীরা, শুরু নতুন বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ রক্তদান শিবিরের জন্য আয়োজিত অনুষ্ঠানে দলীয় কর্মীদের দিয়ে জুতো পরানোর অভিযোগ উঠেছে বর্ধমান দক্ষিণের তৃণমূল (All India Trinamool Congress) বিধায়ক খোকন দাসের (Khokan Das) বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার ফলে তৃণমূল বিধায়ককে নিয়ে সমালোচনা ঝড় বয়ে গিয়েছে। যদিও বিধায়ক এই অভিযোগ অস্বীকার করেছেন।

   

কিশোর কুমারের জন্মদিন উপলক্ষ্যে বুদ্ভার বর্ধমানের ৩৫ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক খোকন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। রক্তদান শিবিরে গিয়ে জুতো খুলে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন বিধায়ক। পতাকা উত্তোলন শেষ হলে বিধায়কের পায়ে জুতো পরিয়ে দিতে দেখা যায় দুই যুবককে।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিধায়ক খোকন দাসকে নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। যদিও বিধায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। খোকন দাস বলেন, জুতো আমি নিজেই পরি। কিছু সমস্যার কারণে ওঁরা সাহায্য করেছিল। ওঁরা আমাদের দলের কর্মী না। ওঁরা আমার ভাইপোর সঙ্গে থাকে। বিধায়ক বলেন, বিরোধীরা কিছু খুঁজে না পেয়ে কুৎসা রটাচ্ছে।

অন্যদিকে, বিজেপির তরফ থেকে কটাক্ষ করে বলা হয়েছে যে, জনগণের সেবার কাজে নিয়োজিত থাকেন বিধায়ক। আর সেই বিধায়কই যদি নিজের জুতো নিজে না পরে অন্য কাউকে দিয়ে পরায়, তাহলে তাঁর থেকে দুঃখজনক কিছু হয়না। উনি এটাই বোঝাতে চেয়েছেন যে, উনি সবার উপরে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর