‘নিখোঁজ বাংলার শিক্ষামন্ত্রী’, ব্রাত্য বসুর সঙ্গে সন্ধান চাই-র পোস্টার পড়ল মুখ্যমন্ত্রীর নামেও

বাংলাহান্ট ডেস্কঃ ‘সন্ধান চাই, সন্ধান চাই। নিখোঁজ বাংলার শিক্ষামন্ত্রীর, সন্ধান চাই’- রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (bratya basu) নামে এমনই ‘নিখোঁজ’ পোস্টার পড়ল বিকাশভবন চত্বরে। এমনকি ‘নিখোঁজ’ পোস্টার পড়ল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (mamata banerjee) নামেও। এভাবেই প্রতিবাদ দেখালেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা।

   

বিকাশভবনের ভেতরেও ঢুকতে যান এই বিক্ষোভকারীরা। কিন্তু তাঁদের সেখানে প্রবেশ করতে দেয়নি পুলিশ। ঘটনায় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ায় তাঁরা। পরবর্তীতে ৪ জনকে আটক করা হয়।

বেতন বৃদ্ধির দাবিতেই এদিন বিকাশভবন চত্বরে বিক্ষোভ দেখান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। তাদের দাবি, মাত্র ১০ হাজার টাকায় সংসার চালানো সম্ভব হচ্ছে না। বেতন বাড়াতে হবে। নিজেদের দাবি নিয়ে একাধিকবার বিকাশভবন, এমনকি শিক্ষামন্ত্রীর বাড়ি গিয়েও তাঁর দেখা মেলেনি বলেও অভিযোগ করেছেন তাঁরা।

তাঁদের আরও অভিযোগ, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যদের সঙ্গে কোনরকম আলোচনা না করেই, অনেকরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁদের কিছুই জানানো হচ্ছে না। এমনকি বেতন বৃদ্ধি দাবিতে, অনেক ঘুরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছেও পৌঁছাতে পারেনি তাঁরা। তাই অবশেষে এই বিক্ষোভের পথ তাঁরা বেছে নেন। এমনকি মুখ্যমন্ত্রীর ‘খেলা হবে’ কর্মসূচীকেও ব্যঙ্গ করেন তাঁরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর