সাইক্লোনের ফলে ক্ষতি দেখে চোখে জল আসছে মমতাকে ফোনে বললেন রাষ্ট্রপতি

বাংলাহান্ট ডেস্কঃ প্রথমে টুইটে আমফানে বিপর্যস্ত দুর্গত মানুষদের সহযোগিতার বার্তা দিয়েছিলেন। পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ( Mamata Banerjee) ফোন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)। ফোনে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। ফোনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বললেন, বাংলার বিপর্যয় দেখে তাঁর চোখে জল এসেছে।

সুপার সাইক্লোনের তাণ্ডবলীলায় লন্ডভন্ড বাংলা। এই বিপর্যস্ত পরিস্থিতিতে বাংলার মুখ্য়মন্ত্রীকে ফোন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মহা শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপটে রাজ্য়ের ক্ষয়ক্ষতি নিয়ে মমতার কাছে খোঁজখবর নেন রাষ্ট্রপতি। বঙ্গবাসীর খোঁজ নেওয়ায় টুইটারে রাষ্ট্রপতিকে ধন্য়বাদ জানিয়েছেন মমতাকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানান যে রাষ্ট্রপতি তাঁকে ফোন করেছিলেন এবং আমফান পরিস্থিতিতে তিনি  উদ্বেগ প্রকাশ করে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। এজন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি মুখ্যমন্ত্রী। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দুজনেরই ফোন করেছেন মুখ্যমন্ত্রীকে। দুজনকেই ধন্যবাদ জানান মমতা।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে আমফানের ক্ষয়ক্ষতি জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে ফোনে যত দ্রুত সম্ভব আর্থিক সাহায্য করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বললেন, ৫০০ দিন পরে পেলে লাভ নেই। টাকা এখনই দরকার। করোনা ভাইরাসের দাপট এখনও সামলে উঠতে পারেনি বাংলা। তার উপর আমফান-এর তাণ্ডবে কার্যত বিধ্বস্ত রাজ্য।

বুধবার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি-সহ দক্ষিবঙ্গের বেশ কয়েকটি জেলা। বৃহস্পতিবার সকাল হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে টুইটারে তিনি লেখেন, “আমরা আমপানের বিষয়টি ভাল ভাবে নজর রাখছি। ঝড়ের তাণ্ডবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা বলেছি। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

সম্পর্কিত খবর