কেন্দ্রীয় বাজেট শুরুর আগেই দেশে কমল জ্বালানির দাম

বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাজেট। ২০১৯ সালের ক্ষমতায় আসার পর এটাই প্রথম বাজেট মোদী সরকারের। দেশ জোড়া বেহাল অর্থনীতি ও বেকারত্বের কারনে দেশের সকল মানুষের নজর রয়েছে এই বাজেটে। তবে বাজেট শুরুর আগেই সাধারন মানুষের জন্য রয়েছে দারুন সুখবর। জানা যাচ্ছে শনিবার পেট্রোলের দাম ৯ পয়সা ও ডিজেলের দাম ৮ পয়সা প্রতি লিটার দাম কমেছে ৷ দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ৭৩.১৯ টাকা ৷ ডিজেলে দাম লিটার প্রতি কমে হয়েছে ৬৬.২২ টাকা ৷

   

IOC জানাচ্ছে যে মুম্বইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৮.৮৩ টাকা প্রতি লিটার ৷ ডিজেলের দাম ৬৯.৪২ টাকা হয়েছে ৷ কলকাতায় পেট্রোলের দাম ৭৫.৮৫ টাকা প্রতি লিটার হয়েছে ৷ ডিজেলের দাম কমে হয়েছে ৬৮.৫৯ টাকা ৷ চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ৭৬.০৩ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম ৬৯.৯৬ টাকা ৷

আগামী এপ্রিল মাসেই সম্ভবত প্রতি লিটারে ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে পারে বলে অনুমান। ইউরো-সিক্স মানের নির্গমন বিধি মেনে ‘আল্ট্রা-ক্লিন অটো জ্বালানি’ বা ‘পরিবেশ বান্ধব উন্নত জ্বালানি’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যার জেরে বাড়বে পেট্রল ও ডিজেলের দাম।

ইউরো-সিক্স এর নির্গমন মান অনুযায়ী ‘আল্ট্রা-ক্লিন অটো জ্বালানি’ বা ‘পরিবেশ বান্ধব উন্নত জ্বালানি’  ব্যবহার করতে হবে প্রতিটি দেশকে। ভারতে এতদিন যানবাহনে বিএস-ফোর বা ভারত স্টেজ-ফোর মানের জ্বালানি ব্যবহার করা হত। দূষন কমাতে এবার একবারে তা উন্নত করা হয়েছে বিএস-সিক্স মানে।

 

সম্পর্কিত খবর