করোনার কারণে তিন তিনবার বিয়ের তারিখ পিছিয়ে ছিলেন প্রধানমন্ত্রী, এবার গোপনে সারলেন বিয়ে

বাংলাহান্ট ডেস্কঃ বিয়ে মানেই খুশী, আর এই শুভ দিনের জন্য অপেক্ষা করে সব মেয়েরা। কিন্তু করোনার কারণে তিনবার বিয়ের তারিখ ফাইনাল হয়ে যাওয়ার পরও তিনবারেই তারিখ পিছিয়ে ছিল ড্যানিশ প্রধানমন্ত্রী। অবশেষে দীর্ঘদিনের প্রেমিক বো টেংবার্গকে গোপনে বিয়ে সারলেন মেটে ফ্রেডেরিকস। করোনা নিয়ে তোলপাড় পুরো বিশ্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমত গলদঘর্ম অবস্থা বিশ্বের তাবড় তাবড় নেতাদের। করোনার মারণ থাবা পড়েছে ডেনমার্কেও (Denmark)।

সূত্রের খবর, এই পরিস্থিতিতে তাঁর বিয়ে করা সম্ভব না। আর সেই কারণে এবং তাঁর দফতরের কাজের চাপে বিয়ের তারিখ পিছিয়ে দেন ড্যানিশ প্রধানমন্ত্রী। একবার নয়, তিন-তিনবার বিয়ের তারিখ পিছতে হয় তাঁকে। এবার আর পিছনে নয়, সেরে ফেললেন বিয়েটা।

গোপনে বিয়ে সারলেও খুবই অল্প কয়েকজনকেই নিমন্ত্রিতের তালিকায় রেখেছিলেন ড্যানিস প্রধানমন্ত্রী। ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পোল নিরাপ রাসমুসেন।

বোর বয়স ৫৫। তিনি চলচ্চিত্র নির্মাতা ও আলোকচিত্রী। দক্ষিণ পূর্ব ডেনমার্কের মোন দ্বীপের মধ্যযুগীয় মেগলবাই চার্চে তিনি বিয়ে করেছেন ৪২ বছর বয়সী মেটে ফ্রেডেরিকসেনকে। ফ্রেডেরিকসেন তার ফেসবুক পেজে শেয়ার করেছেন বিয়ের ছবি।একটি ড্যানিশ ট্যাবলয়েড জানিয়েছে, অল্প কয়েকজন অতিথি বিয়েতে আমন্ত্রিত হয়েছিলেন, ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পোল নিরাপ রাসমুসেন।

গত বছর ২৭ জুন ডেনমার্কের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ফ্রেডেরিকসেন। তিনি দ্বিতীয় নারী, যিনি ডেনমার্কের প্রধানমন্ত্রী হয়েছেন। ৫ জুন নির্বাচন থাকায় ফ্রেডেরিকসেন তার ও টেংবার্গের বিয়ে পিছিয়ে দেন। গত মাসে জানান, ইউরোপিয়ান ইউনিয়ন সামিটের জন্য বিয়ের তারিখ তৃতীয়বারের জন্য পিছিয়ে দিচ্ছেন তিনি।

সম্পর্কিত খবর