প্রকাশিত হয়ে গেল ২০২০ আইপিএলের সম্ভাব্য দিনক্ষণ।

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারণে এই মুহূর্তে উদ্বিগ্ন হয়ে রয়েছে পুরো ক্রীড়াজগত। এমন পরিস্থিতিতে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে বিশেষ বৈঠকে বসবে আইসিসি, তারপর জুলাই মাসে জানানো হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ যায় হয়ে যাবে না কেন বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি এড়াতে যেনতেন প্রকারে এই বছর আইপিএল করতে মরিয়া বিসিসিআই। প্রয়োজন পড়লে ফাঁকা স্টেডিয়ামেও আইপিএল করতে প্রস্তুত বিসিসিআই।

যদি কোনো কারণে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সত্যি করেই বাতিল হয়ে যায় তাহলে সেই সময়টায় অর্থাৎ অক্টোবর- নভেম্বর মাসে আইপিএল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল না হয় তাহলে কি করবে বিসিসিআই? তাহলে কি বন্ধ হয়ে যাবে আইপিএল? না ইতিমধ্যে আইপিএল হওয়ার সম্ভাব‍্য দিনক্ষণ তৈরি করে ফেলেছে বিসিসিআই।

256859612027821370a52e96adba053710c54ff1d93c0e1584178dd7fd7bf57d641b536e4

এই বছর আইপিএল শুরু হওয়ার কথা ছিল 29 শে মার্চ কিন্তু দেশজুড়ে করোনা পরিস্থিতির জন্য প্রথমে কয়েক দিনের জন্য আইপিএল স্থগিত রেখে সেটা 15 ই এপ্রিল পর্যন্ত করা হয়। কিন্তু তারপর দেশজুড়ে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে থাকলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় কোটিপতি লীগ। তবে এই মুহূর্তে জানা গিয়েছে আগামী 26 শে সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইপিএল এবং শেষ হবে 8 ই নভেম্বর। তবে এরই মধ্যে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তাহলে আইপিএল নিয়ে পুনরায় ভাবনা- চিন্তা করবে বিসিসিআই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর