ইরানকে পেছনে ফেলে ভারতে ভয়ঙ্কর গতিতে বাড়ছে করোনা সংক্রমণের হার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণের তালিকায় চীনের পর এবার ইরানকেও (Iran) পিছনে ফেলল ভারত (India)। ১১ নম্বর থেকে উঠে এল ১০ নম্বরে। লকডাউনের চতুর্থ দফাতে এসেও বিন্দুমাত্র কমছে না সংক্রমণের হার। উল্টে দিনে দিনে রেকর্ড সংখ্যা ভাঙছে ভারত। গত ২৪ ঘণ্টায় একসঙ্গে আক্রান্ত হয়েছেন প্রায় ৬৫০০-এর বেশি মানুষ।

একদিনে আক্রান্ত প্রায় ৭০০০
চীনের করোনা ভাইরাসের প্রভাবে ভারতে মৃতের সংখ্যায় লাগাম লাগলেও, আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। লকডাউনের বিধি নিষেধের মধ্যেই ক্রমাগত বাড়ছে সংক্রমণের হার। একদিনেই আক্রান্ত হল প্রায় ৭০০০ জন। আক্রান্তের তালিকায় ১১ তম স্থান থেকে এগিয়ে ১০ ম স্থানে পৌছাল ভারত।

রেকর্ড ভাঙছে বাংলাও
বাংলাতেও বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ২০০-এর ঘরে প্রবেশ করছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৮ জন এবং প্রাণ হারিয়েছেন ৩ জন। রবিবার সন্ধ্যের রাজ্যের স্বাস্থ্য দফতরে রিপোর্ট অনুসারে পূর্বের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ১৫৬ জনের রেখা অতিক্রম করে গেল বাংলা। গতকাল মুশির্দাবাদ জেলায় ৩২ বছর বয়সী এক যুবকেরও মৃত্যু হয়েছে।

নিয়মিত চলছে করোনা পরীক্ষা
সরকারী এবং বেসরকারী পরীক্ষাগার মিলিয়ে মোট ৩৩ টি পরিক্ষাগারে একদিনে প্রায় ৯,২১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও অবধি বাংলায় মোট করোনা পরীক্ষার সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৮২৪। কোয়ারেন্টিন রয়েছেন এখনও বেশ কয়েক হাজার মানুষ। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৬৬৭।

অন্যান্য রাজ্যের অবস্থান
ভারতে করোনা আক্রন্তের শীর্ষে অবস্থান করছে মহারাষ্ট্র। একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ৩০৪১। মোট সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০,০০০-এরও বেশি। মুম্বাইতে নতুন করে ১৭২৫ জনের আক্রান্তের পর মোট সংখ্যা দাঁড়াচ্ছে ৩০ হাজারেরও বেশি। ২৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে আক্রান্তের খরব পাওয়া গিয়েছে। চেন্নাইতে ৫৮৭ জন এবং তামিলনাড়ুতে ৭৬৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর