তিলোত্তমার মুকুটে কেন্দ্রের নয়া পালক, দেশের মধ্যে সর্বাধিক নিরাপদ কলকাতার রাস্তা

বাংলাহান্ট ডেস্কঃ তিলোত্তমা কলকাতার (Kolkata) নতুন সম্মান। দেশের মধ্যে সর্বাধিক নিরাপদ রাস্তার মধ্যে প্রথমেই রয়েছে কলকাতার রাস্তার (Roads of Kolkata) নাম। অর্থাৎ দেশের মধ্যেকার সব বৃহৎ শহরের রাস্তার মধ্যে কলকাতার রাস্তা সবথেকে বেশি নিরাপদ, এমনটা বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট। গত মঙ্গলবার এই রিপোর্ট দেখে অভিভূত কলকাতাবাসী।

সমীক্ষা বলছে
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি (National Crime Records Bureau) ভারতের মধ্যেকার মোট ৫৩ টি শহরের মধ্যে এই সমীক্ষা চালিয়েছিল। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিচারে কলকাতা উদ্বেগের জায়গায় থাকলেও, দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কিন্তু সবথেকে কম। রিপোর্ট বলছে, ২০১৯ সালের হিসাবের নিরিখে দেশের মধ্যে মোট ৫৩ টি দেশের মধ্যে কলকাতায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা সবথেকে কম। অন্যান্য দেশের প্রায় পথদুর্ঘটনার প্রায় ০.৫ শতাংশ ঘটে কলকাতায়।

কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা
রিপোর্ট থেকে আরও জানা গেছে, এই সকল দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে তৃতীয় স্থানে কলকাতা থাকলেও, প্রতি ১ লক্ষ মানুষের মধ্যে ২.৩ জনের মৃত্যুর মৃত্যুর কারণ পথ দুর্ঘটনা। হিসেব করে দেখা যাচ্ছে, ২০১৮ সালে কলকাতার রাস্তার পথ দুর্ঘটনায় মৃত মানুষের সংখ্যা ছিল ৭৩৪। আনন্দ সংবাদ হল, ২০১৯ সালে এই সংখ্যা প্রায় ৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৬৭। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দুর্ঘটনার সংখ্যা ৭১।

অন্যান্য শহরের পরিমাণ
অপরদিকে দিল্লীতে ১ লক্ষ মানুষের মধ্যে হিসাব করলে পথ দুর্ঘটনার মৃতের পরিমাণ দাঁড়াচ্ছে ২৭.৭ জন এবং মুম্বইয়ে সংখ্যাটা আরও বেশি ৫০.২। এইসকল শহরের থেকে কলকাতার রাস্তা বেশ অনেকটাই নিরাপদ।

কাজে দিচ্ছে সেভ লাইভ সেফ ড্রাইভ ক্যাম্পেন
লালবাজারের একজন সিনিয়র অফিসার এবিষয়ে জানিয়েছেন, ‘তিন বছর পূর্বে লঞ্চ হওয়া সেভ লাইভ সেফ ড্রাইভ ক্যাম্পেন কলকাতার মানুষের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলেছে। পাশাপাশি যাত্রী সুবিধার্থে ফ্লাইওভারগুলিতেও স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা এবং স্পিড গান ব্যবস্থা বসানো আছে। এছাড়া কোনরকম বেপরোয়া ড্রাইভিং-এর খবর পেলেই সেদিকে নজর দেওয়া হচ্ছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর