IPL দেখে আবিষ্কার অদ্ভুত সমীকরণ! ২০২৩ ওডিআই বিশ্বকাপ জিতবে রোহিত শর্মার ভারতই

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni), চেন্নাই সুপার কিংস (CSK) আইপিএল (IPL 2023) ফাইনালে জয় পাওয়ার পরে সমাপ্ত হয়েছে এবারের মরশুম। এবার ক্রিকেটপ্রেমীদের আরও এক বছর অপেক্ষা করতে হবে আইপিএলের মজা উপভোগ করতে। কিন্তু সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) এবং ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। সেই টুর্নামেন্ট গুলিতে ভারতের হয়ে গলা ফাটাতে প্রস্তুত সমর্থকরা।

কিন্তু ওডিআই বিশ্বকাপ আরম্ভ হওয়ার আগে তিনটি অভাবনীয় মিল খুঁজে পাওয়া গেল, যেগুলি ঘটেছিল ২০১১ ও ২০২৩ আইপিএলে। ২০১১ সালের আইপিএল ঘটনাগুলি ঘটার পর দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপ জিতে নিয়েছিল ধোনির ভারতীয় দল। তাহলে কি এবারও রোহিতের ভারতের কপালে অপেক্ষা করছে একই রকম ঘটনা। সেই প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভে। আপাতত চলুন একবার দেখে নেওয়া যাক ২০১১ আইপিএলে কোন ঘটনাগুলোই ঘটেছিল যা ২০২৩ সালের আইপিএলেও ঘটেছে।

csk final

১. সেইবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে যাত্রা শেষ করেছিল। তারা প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছিল এবং শেষপর্যন্ত ধোনির নেতৃত্বে আইপিএল ট্রফি ঘরে তুলেছিল। ২০২৩ সালেও একই ঘটনা ঘটেছে।

২. মুম্বাই ইন্ডিয়ান্স সেবার খারাপভাবে যাত্রা শুরু করেও টপ ফোরে পৌঁছেছিল, এলিমিনেটর জিতেছিল কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। এবারও রোহিত শর্মার দলের অবস্থা হয়েছে একই।

৩. সেইবার আইপিএলে অরেঞ্জ ক্যাপ জয়ী ক্রিস গেইল গোটা টুর্নামেন্টে ভালো ছন্দে ছিলেন কিন্তু ফাইনালে গিয়ে হতাশ করেছিলেন এবং অরেঞ্জ ক্যাপ জিতলেও ট্রফি জয় করতে পারেনি তার দল। ২০২৩ সালের আইপিএলে ঠিক একই ঘটনা ঘটেছে শুভমান গিলের সাথে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর