শেষ ছবি ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’- এর প্রচারেও “না” জায়রা ওয়াসিমের

বাংলা হান্ট ডেস্ক: সিনেমা জগৎ নাকি তার ধর্মের পরিপন্থী। এই কথা বলে সিনেমা ছাড়ার সিদ্ধান্ত কয়েকদিন আগেই ঘোষণা করেছেন ‘দঙ্গল গার্ল’ জায়রা ওয়াসিম। এবার শেষ ছবি ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’-এর প্রচারেও থাকবেন না বলে জানিয়ে দিলেন জায়রা। ‘মিড ডে’-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জায়রা ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’-এর প্রচারে না থাকতে পারার কথা ছবির নির্মাতা জানিয়ে দিয়েছেন।

অক্টোবর মাসের ১১ তারিখ মুক্তি পাওয়ার কথা ফারহান আখতারের ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি। শোনা যাচ্ছে, ছবির নির্মাতারা অগস্টের শেষ থেকেই ছবির প্রচার শুরু করবেন বলে ঠিক করেছেন। তবে এই প্রচার থেকে ছুটির অনুরোধই নির্মাতাদের জানান জায়রা ওয়াসিম।

গত রবিবার সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্টে জায়রা ওয়াসিম লেখেন, “আমার কাজ, আমার পরিচিতি নিয়ে আমি খুশি নই। অনেকদিন ধরে আমার মনে হচ্ছে অন্য কেউ হওয়ার জন্যই আমি পরিশ্রম করছি। যখনই আমি বুঝতে শিখেছি কিসের জন্য আমি সময় দিচ্ছি, পরিশ্রম করছি, তখনই আমি বুঝেছি এখানে আমাকে মানালেও আমি এর জন্য উপযুক্ত নই। এই জগৎ আমাকে অনেক ভালবাসা, সমর্থন দিয়েছে। কিন্তু পাশাপাশি এর জন্য আমি আমার বিশ্বাস থেকে সরে গিয়েছি। আমার কাজের সঙ্গে আমার ধর্মবিশ্বাসের সংঘাত হচ্ছে।”

জায়রার মতে, তিনি যতই নিজেকে বোঝান যে তিনি ঠিকই করছেন, তাও নাকি তিনি বুঝতে পারছেন তাঁর জীবন থেকে ‘আর্শীবাদ’ হারিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, “নতুন ভাবে সবকিছু শুরু করার জন্য এ ছাড়া আর কিছু করার নেই আমার।”

প্রসঙ্গত ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে জায়রা ছাড়াও থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতার। এই ছবির মাধ্যমেই তিন বছর পর হিন্দি ছবিতে ফিরছেন নিক পত্নী প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে প্রিয়াঙ্কা ও ফারহানকে জায়রার বাবা-মায়ের ভূমিকায় দেখা যাবে। এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি ছবি। এখানে ১৩ বছর বয়সী আয়েশা চৌধরীর ভূমিকায় দেখা যাবে জায়রাকে। যে ‘পালমোনারি ফিবরোসিস’ আক্রান্ত।

নিজের জীবনকে নিয়েই সে একটি বই লেখেন তিনি এবং মাত্র ১৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। সেই গল্প অবলম্বনে তৈরি ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবি। ছবির পরিচালনা করছেন সোনালী বোস।

সম্পর্কিত খবর