আমফানকে কাটিয়ে রোদ ঝলমলে আকাশ, লাগাতার বাড়বে গরম

বাংলাহান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই আমফান (Amphan) চলল। আমফান তান্ডবে পুরো বাংলা তোলপাড়। প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। একে কোভিডে রক্ষে নেই, তার উপরে উমফান। উমফানের তাণ্ডবে রাজ্যে এখনও পর্যন্ত ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৯ জনের। বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, এই দুর্যোগের মধ্যে আবার কোভিডে মারা গিয়েছেন আরও ৬ জন।

আবার ছন্দে ফেরার চেষ্টা করছে শহরতলি ও জেলাগুলি। আসতে আসতে মেঘ কাটছে। সূর্যের দেখা মিলছে। ঝড় ও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উষ্ণতা ৩৪ ডিগ্রি  থাকার সম্ভাবনা আছে।  কিন্তু উত্তরবঙ্গের (North Bengal) কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি দেখা যাচ্ছে। আবহওয়া সূত্রে জানা গিয়েছে গরম বাড়ার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় উমফানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬। গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তখনও পর্যন্ত ৭২ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। সেই সংখ্যাটাই আরও বেড়ে গেল। পুলিশ ও প্রশাসনের কর্তারা বলছেন, এখনও বহু এলাকায় পৌঁছনোই যায়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড় উমফান স্থলভাগে আছড়ে পড়ার আগেই নবান্নের কন্ট্রোল রুমে বসে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, যেখানে যেখানে ঝড়ের দাপট বেশি হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সব এলাকায় যেন বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দেওয়া হয়। বহু এলাকাতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তা করা হয়েছিল। কিন্তু তার পরেও বিদ্যুতের তার ছিঁড়ে মারা গিয়েছেন ২২ জন। এর মধ্যে শুধু কলকাতাতেই ৬ জনের বেশি মারা গিয়েছেন। তা ছাড়া বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার কারণেও ২ জন মারা গিয়েছেন।

সম্পর্কিত খবর