স্বাস্থ্যবিধি মেনে নতুন নিয়মে দ্রুত অনুশীলনে ফিরতে চলেছে স্মিথ-ওয়ার্নাররা।

করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি হয়েছে। তার ফলে এই মুহূর্তে বিশ্বে সমস্ত ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে ক্রিকেট। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে জুন মাস পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত ধরনের ক্রিকেট। এইদিকে মে মাসের শেষের দিকেই অনুশীলনে নামতে চলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। তবে এক্ষেত্রে ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে সম্পূর্ণ নতুন নিয়ম জারি করতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

দ্য সিডনি মর্নিং হেরান্ড পত্রিকায় খবর অনুযায়ী জানা গিয়েছে, এই অনুশীলন ক্যাম্পটি শুরু হবে স্পোর্টস সাইন্স এন্ড মেডিসিন বিভাগের প্রধান আলেক্স কোনটুরিস এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল অফিসার ডঃ জন আচার্ড এর তত্বাবধানে।

ক্রিকেট অস্ট্রেলিয়া চাইছে ক্রিকেটারদের দ্রুত মাঠে ফেরাতে, সেই সাথে নতুন নিয়মের সাথে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মানিয়ে নিতে যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে দ্রুত এই ক্যাম্প শুরু করতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই ক্যাম্পে মূলত নজর রাখা হবে ক্রিকেট খেলার সময় ক্রিকেটাররা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রিকেট খেলে এবং বল করার সময় বোলাররা যাতে লালা, থুতু কিংবা ঘাম ব্যবহার না করেন। সেইসাথে সেলিব্রেশনের সময়ও সামাজিক দূরত্বের কথা মাথায় রাখা হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর