অনিচ্ছাকৃত খুনের মামলায় গ্রেফতার হলেন শ্রীলঙ্কার জাতীয় দলের এই ক্রিকেটার।

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না শ্রীলংকা ক্রিকেট দলের। কয়েকদিন আগে শ্রীলংকার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ভিত্তিহীনভাবে দাবি করেছিলেন যে 2011 বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল শ্রীলংকা। আর তারপরই ক্রমাগত শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনা, উপল থারাঙ্গাদের ম্যারাথন জেরা করে চলেছে শ্রীলংকার বিশেষ তদন্তকারী পুলিশ।

এরই মধ্যে গাড়ি এক্সিডেন্ট মামলায় গ্রেফতার হলেন শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার কুশল মেন্ডিস। রবিবার সকালে কুশল মেন্ডিসের গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক সাইকেল আরোহী। রবিবার সকালে রাজধানী কলম্বোয় গাড়ি নিয়ে বেরিয়েছিলাম কুশল মেন্ডিস। সেই সময় হঠাৎই কুশল মেন্ডিসের গাড়ি সরাসরি ধাক্কা মারে এক 68 বছরের বৃদ্ধকে। সেই সময় গাড়ির ড্রাইভার সিটে ছিলেন কুশল মেন্ডিস নিজেই। গাড়ির ধাক্কায় সঙ্গে সঙ্গে প্রাণ হারান সেই বৃদ্ধ। তারপর এলাকায় ভিড় জমে, ঘটনাস্থলে আসেন পুলিশ বাহিনী। অনিচ্ছাকৃত খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে কুশল মেন্ডিস কে।

   

তারপর কুশল মেন্ডিসকে তোলা হয় পানাদুরা ম্যাজিটেস কোর্টে। সেখানে কুশল মেন্ডিসের জামিনের আবেদন নাকচ করে দেয় বিচারপতি, তাকে পাঠানো হয়েছে জেল হেফাজতে। কুশলের জেল হেফাজতের খবর শুনে হতবাক হয়েছেন জাতীয় দলে তার সতীর্থরা। শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেন এই 25 বছর বয়সী ক্রিকেটার। শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত কুশল মেন্ডিস 44 টি টেস্ট ম্যাচ, 76 টি ওয়ানডে ম্যাচ এবং 26 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। তিনটি ফ্যারম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে এই তারকা ব্যাটসম্যানের।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর