কাহানি মে টুইস্ট! আরও বড়ো গর্তের সামনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল!

নতুন করে সমস্যার সম্মুখীন হতে চলেছে ইস্টবেঙ্গল। কোয়েস এর কাছে ইস্টবেঙ্গল ক্লাবের 70% কিনতে চেয়ে ইতিমধ্যেই আবেদন করেছেন রঞ্জিত বাজাজ। আর এর ফলে নতুন গর্তের সামনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কর্তারা। চুক্তি ভঙ্গ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা কোয়েস এবং ইস্টবেঙ্গল কর্মকর্তাদের মধ্যে। কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাক ইস্টবেঙ্গল ক্লাবে চুক্তিভঙ্গের কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন, তিনি জানিয়েছেন সেই কাগজে সই করে ইস্টবেঙ্গল কর্তারা ফেরত পাঠালেই তাদের স্পোর্টিং রাইটস ফেরত দিয়ে দেবে কোয়েস।

অপরদিকে কোয়েসের পাঠানো এই চুক্তিপত্রে যদি ইস্টবেঙ্গল সই করে দেয় তাহলে কয়েক কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। আর এমন অবস্থায় আরো বড় বেকায়দায় পড়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব। কোয়েস এর কাছে থাকা ইস্টবেঙ্গল ক্লাবের 70 শতাংশ শেয়ার কিনতে চেয়ে কার্যত বোমা ফাটালেন বর্তমানে ভারতীয় ফুটবলের পরিচিত মুখ রঞ্জিত বাজাজ।

IMG 20200710 083404

ইতিমধ্যে এই ব্যাপারে সরাসরি কোয়েস কর্তাদের কাছে আবেদন জানিয়েছেন রঞ্জিত বাজাজ। জানা গিয়েছে দু’পক্ষের মধ্যে একপ্রকার কথাবার্তাও হয়ে গিয়েছে এই ব্যাপারে। তবে শেয়ার বিক্রি করতে চাইলে নিয়ম মতো ইস্টবেঙ্গল ক্লাবকেই প্রথম অফার করতে হবে কোয়েসকে, ক্লাব যদি তাদের প্রস্তাবে রাজি না হয় তারপর সেই অফার চলে যাবে অন্য কারুর কাছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর