ইনস্টাগ্রামের বড়সড় ত্রুটি খুঁজে কয়েক লক্ষ ব্যবহারকারীকে বাঁচাল এই ছাত্র, মিলল ৩৮ লাখ পুরস্কার

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন মানুষ কার্যত খুঁজে পাওয়া মুশকিল। তবে, এবার সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের (Instagram) একটি বড়সড় ত্রুটি খুঁজে বার করলেন এক পড়ুয়া। শুধু তাই নয়, ইতিমধ্যেই ইনস্টাগ্রামে থাকা কয়েক লক্ষ অ্যাকাউন্টকে হ্যাকিং-এর হাত থেকেও বাঁচিয়ে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, রাজস্থানের রাজধানী জয়পুরের বাসিন্দা নীরজ শর্মা ইনস্টাগ্রামে একটি Bug খুঁজে পেয়েছেন। আর এই Bug শনাক্ত করার জন্যই ইনস্টাগ্রাম থেকে ৩৮ লক্ষ টাকার পুরস্কার বাবদ পেয়েছেন নীরজ।

   

Bug টি অত্যন্ত বিপজ্জনক হতে পারত: জানা গিয়েছে, নীরজ ইনস্টাগ্রামে যে Bug টি খুঁজে পান সেটির কারণে, লগইন আইডি এবং পাসওয়ার্ড ছাড়াই ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টে থাম্বনেইল পরিবর্তন করা সম্ভব হয়েছিল। এমতাবস্থায়, এই বাগটি এতটাই বিপজ্জনক হতে পারত যে শক্তিশালী পাসওয়ার্ড দিয়েও মেটা-র সিইও থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীদের অ্যাকাউন্টেও হস্তক্ষেপ করা যেত। যদিও, এখন এই পুরো বিষয়টিকে সংশোধন করা গেছে।

কি জানিয়েছেন নীরজ: এই প্রসঙ্গে ২০ বছর বয়সী নীরজ জানিয়েছেন যে, “ফেসবুকের ইনস্টাগ্রামে একটি ত্রুটি ছিল। যার মাধ্যমে যেকোনো অ্যাকাউন্ট থেকে রিলের থাম্বনেইল পরিবর্তন করা যেত। অ্যাকাউন্ট হোল্ডারের পাসওয়ার্ড যত শক্তিশালীই হোক না কেন তাও ওই Bug টিকে থামানো যেত না। গত বছরের ডিসেম্বরে, আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ত্রুটিগুলি খুঁজে পেতে শুরু করি। অনেক পরিশ্রমের পরে, গত ৩১ জানুয়ারি সকালে, আমি ইনস্টাগ্রামের এই ত্রুটি সম্পর্কে জানতে পারি।”

পাশাপাশি, নীরজ বলেন, “আমি ফেসবুককে ইনস্টাগ্রামের এই Bug-এর কথা বলেছিলাম এবং তিন দিন পর একটি উত্তরও পাই। পরে তারা আমাকে একটি ডেমো শেয়ার করতে বলে।” এই উত্তরের পর, নীরজ থাম্বনেল পরিবর্তন করে ৫ মিনিটের মধ্যে তাদেরকে তা দেখিয়ে দেন।

Instagram,Neeraj Sharma,Facebook,Money,India,National,Jaipur,Rajasthan,Student,Prize,Bug,Accounts,Indian Rupee,Lakh

এদিকে, গত ১১ মে রাতে, তিনি Facebook থেকে একটি মেইল ​​পান যেখানে বলা ছিল এই কাজের জন্য তাঁকে ৪৫ হাজার ডলার (প্রায় ৩৫ লক্ষ টাকা) পুরস্কার বাবদ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরস্কার দিতে চার মাস বিলম্বের কারণে বোনাস হিসেবে তাঁকে আরও ৪৫০০ ডলার (প্রায় ৩ লক্ষখ টাকা) দিয়েছে ফেসবুক। অর্থাৎ, তিনি মোট ৩৮ লক্ষ টাকা পেয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর