দিল্লীকে রক্তাক্ত করার ছক কষেছিল আতঙ্কবাদীরা, গ্রেফতার এক ISIS জঙ্গি

Bangla Hunt Desk: দিল্লীতে (Delhi) বড়সড় নাসকতার ছক পণ্ড করল নিরাপত্তা রক্ষীরা। সূত্রের খবর পেয়ে হামলা চালায় দিল্লী পুলিশের স্পেশাল সেল। দীর্ঘক্ষণ চলল তুমুল গুলির লড়াই। পুলিশের জালে ধরা পড়ল আইইডি বিস্ফোরক-সহ এক আইএসআইএস (ISIS) জঙ্গী।

গ্রেপ্তার এক জঙ্গী
শুক্রবার গভীর রাতে জঙ্গী নাসকতার খবর পেয়ে তৎক্ষণাৎ রাজধানীর রিং রোডের কাছে করলবাগ ও ধাওলা কাউনে হাজির হয় দিল্লী পুলিশের স্পেশাল সেল। করোল বাগ ও ধৌলা কুয়ান এলাকার মধ্যবর্তী এলাকায় থাকা বুদ্ধ জয়ন্তী পার্কে তল্লাশি করতে গিয়ে গুলির লড়াইয়ে গ্রেপ্তার হয়ে এক জঙ্গি। জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া আবু ইউসুফ খান (Abu Yusuf Khan) উত্তরপ্রদেশের বাসিন্দা।

সূত্র মারফত জানা গিয়েছে, রাজধানী দিল্লীতে বড়সড় নাসকতার ছক কষেছিল আইএসআইএস জঙ্গী সংগঠন। তাঁদের টার্গেট ছিল কোন প্রভাবশালী ব্যাক্তি। সেইমত দিল্লীতে এক জঙ্গী ঘাপটি মেরে লুকিয়ে ছিল। গোপন সূত্রে সেই লুকিয়ে থাকা গোপন ডেরায়ই হামলা চালায় দিল্লী পুলিশের স্পেশাল সেল। আর তাতেই সাফল্য মিলেছে। গ্রেপ্তার করা গেছে এক জঙ্গীকে।

উদ্ধার হয়েছে আইইডি বিস্ফোরক
ঘটনার জেরে উত্তেজনার পাশাপাশি আতঙ্কও ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ধৃত জঙ্গীর কাছে আইইডি বিস্ফোরক (IEDs) ও একটি পিস্তল বাজেয়াপ্ত করেছে দিল্লী পুলিশের স্পেশাল সেল। এছাড়া গাজিয়াবাদের নম্বর প্লেট দেওয়া একটি বাইক এবং একটি প্রেসার কুকারও উদ্ধার করা হয়েছে। এনএসজি কমান্ডোরা এখনও ওই এলাকা তল্লাশি জারী রেখেছে।

deldi

জিজ্ঞাসাবাদ চলছে
দিল্লী পুলিশের স্পেশাল সেলের সহকারী কমিশনার প্রমোদ সিং কুশওয়া জানিয়েছেন, ‘করোল বাগ ও ধৌলা কুয়ানের মধ্যবর্তী এলাকা থেকে দিল্লী পুলিশের স্পেশাল সেল গুলির লড়াই চালিয়ে আইইডি বিস্ফোরক-সহ এক আইএসআইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছে’। শোনা গিয়েছে, লোধি কলোনিতে দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসে ওই ধৃত জঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়ে তাঁদের পরিকল্পনা জানার চেষ্টা চলছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর