মহারাজের জন্যই ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতে প্রথম দিনরাত্রি টেষ্ট ম্যাচ।

বিসিসিআই সভাপতি হয়েই বাজিমাত করে দিলেন সৌরভ গাঙ্গুলী। বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসেই সৌরভ গাঙ্গুলীর প্রথম পদক্ষেপ ছিল ভারতের মাটিতে আন্তর্জাতিক দিন রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত করা। আর প্রথম পদক্ষেপেই সফলতা অর্জন করলেন তিনি অর্থাৎ ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে দিন রাতের টেষ্ট ম্যাচ। আগামী 22 নভেম্বর থেকে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়ামে। জানা গিয়েছে সেই ম্যাচটি হবে দিন-রাতের টেস্ট ম্যাচ আর এই ম্যাচ দিয়েই ভারতের মাটিতে প্রথম দিন রাতের টেস্ট ম্যাচের সূচনা হতে চলেছে।

এই প্রস্তাব নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি প্রথমে আলোচনা করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সাথে। বিরাট কোহলির কাছে সম্মতি পাওয়ার পরে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিন রাত্রির টেস্ট ম্যাচ করার ব্যাপারে জানায়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে সবুজ সংকেত আসার ফলে ক্রিকেটের নন্দনকানন অর্থাৎ ইডেন গার্ডেন সাক্ষী হয়ে থাকবে ঐতিহাসিক মুহূর্তের। হঠাৎ প্রথমবার ভারতের মাটিতে দিনরাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

টেস্ট ক্রিকেট থেকে যে আস্তে আস্তে দর্শকদের আগ্রহ কমে আসছে সেটা বোঝা গিয়েছে আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে। কারণ ভারত বনাম সাউথ আফ্রিকা টেস্ট ম্যাচে মাঠে সেইভাবে দর্শকদের দেখা যায় নি। তারপরে ভারত অধিনায়ক বিরাট কোহলি পাঁচটি গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়ামকে বেছে এবং সেগুলিতে টেস্ট ম্যাচ করানো জন্য আবেদন করেন বিসিসিআই এর কাছে। আর তারপরেই বোর্ড সভাপতি হওয়ার পর টেস্ট ক্রিকেটে দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্য বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী দিনরাত্রি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত করার প্রস্তাব রাখেন। এবং সেই প্রস্তাবে রাজি হয়ে যায় ভারত অধিনায়ক বিরাট কোহলিও। আর তার ফলে আগামী 22 তারিখ ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতে প্রথম বারের জন্য দিন রাত্রির টেস্ট ম্যাচ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর