ভূতের মত ওদের পেছনে ঘুরলেও ধরতে পারেনি মার্কিন সেনা, ভেবেছে মুজাহিদ নামে কেউ নেই: তালিবান মুখপাত্র

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে মুক্ত বিহঙ্গের ন্যায় গোটা আফগানিস্তান জুড়ে রাজ করছে তালিবনরা (taliban)। দীর্ঘ ২০ বছর ধরে দেখা স্বপ্ন পরিণতি পায় গত ১৫ ই আগস্ট। ওইদিন কাবুল থেকে প্রেসিডেন্ট আশরফ ঘনিকে সরিয়ে, রাজধানীর দখল নেয় তালিবানরা। এরপর ধীরে ধীরে আফগানিস্তানে নিজেদের সরকার গড়ে তোলে।

নিজেরা ক্ষমতায় আসার পর এক অদ্ভূত দাবি করলেন তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ (Zabiullah Mujahid)। আমেরিকা ও আফগান সেনার চোখে ধুলো দিয়ে সেখানেই তাঁদের নাকের ডগায় থাকলেও, তাঁকে নাকি তারা ধরতে পারেনি বলেই দাবি করেছেন তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ।

000 9LL2R6

জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, ‘মার্কিন সেনারা প্রচুর চর নিয়োগ, পুরস্কার ঘোষণা করা হয়েছিল আমাকে ধরার জন্য। কিন্তু এত কিছুর পরও কোনদিন আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। একটা সময় ওরা আমাকে ভূত ভাবতে শুরু করে। হাজারো চেষ্টার পর ব্যর্থ হয়ে, ওরা ভাবতে শুরু করে মুজাহিদ নামে হয়তো কেউ নেই’।

জাবিউল্লা মুজাহিদ আরও জানায়, ‘আমাকে ধরার জন্য বহু অভিযান, তল্লাশি চালিয়েও ওরা আমাকে ধরতে পারেনি। ওদের চোখের সামনে থেকেই গোটা আফগানিস্তান ঘুরেছি এবং সামনের সারির নেতাদের সঙ্গে যোগাযোগও রেখেছিলাম। ওদের সব খবর দিতাম। গোটা সময়টাই কাবুলে মার্কিন সেনাদের পেছনে ঠিক ছায়ার মত করে ছিলাম। একটা সময় ওরা ভেবেছিল একজন নয়, একাধিক ব্যক্তি রয়েছে মুজাহিদ নামে’।

নিজের বিষয়ে মুজাহিদ জানান, তালিবান বিশ্ববিদ্যালয় নামে পরিচিত উত্তর-পশ্চিম পাকিস্তানের নওসেরায় হাক্কানিয়া সেমিনারিতে পড়াশোনা শেষ করেছেন। ওই বিশ্ববিদ্যালয়ে আবার আফগানিস্তানের কার্যনির্বাহী তালিবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হক্কানি থেকে শুরু করে জল ও বিদ্যুৎ মন্ত্রী মোল্লা আবদুল লতিফ মনসুর, টেলিকম মন্ত্রী নাজিবুল্লা হক্কানি, শিক্ষামন্ত্রী মৌলানা আব্দুল বাকি হক্কানিও পড়াশুনা করতেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর