কুস্তিগীরদের পাশে উত্তরপ্রদেশ সরকার, ওড়িশার পথেই পা বাড়াল যোগীর রাজ্য

বাংলাহান্ট ডেস্কঃ ২০৩২ অলিম্পিক পর্যন্ত কুস্তিগীরদের (wrestling) অবকাঠামোগত সহায়তার দায়িত্ব নিচ্ছে সরকার, সম্প্রতি এমনটাই ঘোষণা করল উত্তরপ্রদেশ (uttar pradesh)। পাশাপাশি কুস্তিগীরদের প্রয়োজনে ১৭০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানালেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং।

অলিম্পিকের আগে মহিলা ও পুরুষ হকি দলকে করা ওড়িশার সাহায্য করা দেখে,এবার সাহস করে এগিয়ে এল উত্তরপ্রদেশও। সরকার সিদ্ধান্ত নিল পাশে দাঁড়াবে কুস্তিগীরদের, করবে নানারকম প্রয়োজনীয় সাহায্য। এক কথায় ওড়িশার থেকেই অণুপ্রাণিত হয়ে, কুস্তি নিয়ে চিন্তা ভাবনা শুরু করার সাহস পায় উত্তরপ্রদেশ- সূত্রে এমনটাই জানা গিয়েছে।

এবিষয়ে ব্রিজভূষণ শরণ সিং জানিয়েছেন, ‘কুস্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০২৪ গেমস পর্যন্ত প্রতি বছর ১০ কোটি রুপি অর্থাৎ ৩০ কোটি টাকা এবং ২০২৮ পর্যন্ত পরবর্তী অলিম্পিক চক্রের জন্য প্রতি বছর ১৫ কোটি রুপি অর্থাৎ ৬০ কোটি টাকা চেয়েছি আমরা। পাশাপাশি ২০৩২ সাল পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে এটি বছরে ২০ কোটি রুপি অর্থাৎ ৮০ কোটি টাকা সাহায্য করা হবে। অভিজাত কুস্তিগীর থেকে শুরু করে ক্যাডেট স্তরের কুস্তিগীরদের স্পনসরশিপ দেওয়া এবং জাতীয় চ্যাম্পিয়নদের পুরস্কারের অর্থ প্রদান করা হবে’।

তিনি আরও বলেন, ‘ওড়িশা একটি ছোট রাজ্য হওয়া সত্ত্বেও, ওরা হকিকে সমর্থন করতে পারছে। তাহলে উত্তর প্রদেশ এত বড় রাজ্য হওয়া সত্ত্বেও কেন কুস্তিকে সমর্থন করতে পারবে না? এই বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আমাদের সমর্থন করেছেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর