বিশ্বভারতীর উপাচার্যকে ‘নড়বড়ে গার্জেন’ বলে কটাক্ষ অনুব্রতর

বাংলা হান্ট ডেস্কঃ  বিশ্বভারতীতে হামলার জন্য বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল উপাচর্যের উপরই দায় বর্তালেন । কটাক্ষের সুরে উপাচার্যকে ‘নড়বড়ে গার্জেন’ বলেছেন অনুব্রত । শুক্রবার বীরভূমের মহম্মদ বাজারের জনসভা থেকে বিশ্বভারতীতে ছাত্রদের উপর হামলা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, ‘বিশ্বভারতীতে গণ্ডগোলের জন্য ১০০ শতাংশ দায়ী  উপাচার্য । বাড়ির অভিভাবক যদি ঠিক না হয়, নড়বড়ে হয়ে যায় তা হলে এমনটাই হবে ।’ এর জবাবে অবশ্য মুখ খুলতে রাজী হননি  উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী ।

প্রসঙ্গত বুধবার রাতে বিধ্যাভবন বয়েজ হস্টেলে ছাত্রদের উপর হামলা চলে । প্রথমে এর দায় এবিভিপি-র উপরই চাপানোর চেষ্টা হয়েছিল । তবে এবিভিবি সাফ জানিয়ে দিয়েছে, এই ঘটনায় কোনও হাত নেই এবিভিপি-র । এবিভিপি-র জেলা সংগঠনের রমেশ প্রামাণিক জানিয়েদিয়েছেন হামলার সঙ্গে জড়িত যারা, তারা কেই এবিভিপি-র সদস্য নয় ।

অনুব্রত মণ্ডল এদিন মহম্মদবাজারের সভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, ‘যাদবপুর থেকে মস্তান এনে এখানে মাস্তানি করলে, তিন গুণ মাস্তান কিন্তু বোলপুরেও আছে ।’ তৃণমূলের জেলা সভাপতির বক্তব্য, বিশ্বভারতীতে যেন পড়াশোনা হয়, কাজ হয় সেখানে ।

অনুব্রত আরও সংযোজন করেছেন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীকে ফোন করেছিলেন । ওনার কথার কোনও গুরুত্ব নেই বলে দাবি অনুব্রতর । কখনও তিনি নাকি বলেছিলেন দোল হবে না আর বিশ্বভারতীতে, আবার কখনও বলেন, মেলা করা যাবে না আর । হঠাত্ হঠাত্ সিদ্ধান্ত বদলের কারণে উপাচার্যের প্রতি আগে থেকেই যে ক্ষুব্ধ ছিলেন অনুব্রত, তা এদিন কেষ্টর কথায়  তা স্পষ্ট হয়ে গেল ।

সম্পর্কিত খবর