পাথরের বদলে কেটে বাদ দেওয়া হল গোটা কিডনিটাই! মামলা দায়ের হল হাসপাতালের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্কঃ কথা ছিল অস্ত্রোপচার করে কিডনিতে (kidney) জমে থাকা পাথর বাদ দেওয়া হবে। কিন্তু অপারাশনের পর দেখা গেল, পাথর কই, বাদ দেওয়া হয়েছে কিডনিই! প্রথমটায় রোগীর পরিবারকে কিছু না জানালেও, পরবর্তীতে আবারও শারীরিক অসুস্থতার দরুণ সবকিছু জানাজানি হয়ে যায়। মামলা আদালত অবধি গড়ালে, ১১ লক্ষ ২৩ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় হাসপাতালকে।

   

বিষয়টা হল, গুজরাটের (gujarat) খেদা জেলার বাসিন্দা ছিলেন দেবেন্দ্রভাই রাভাল। ২০১১ সালে হঠাৎই তাঁর পিঠে অসহ্য ব্যাথা শুরু হয় এবং সঙ্গে দেখা দেয় প্রস্রাবে সমস্যাও। এরপর তিনি বালাসিনরো শহরের কেএমজি হাসপাতালের চিকিৎসক ড. শিবুভাই প্যাটেলকে সমস্ত বিষয়টা খুলে বলে নিজেকে দেখান।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান দেবেন্দ্রভাই রাভালের কিডনিতে ১৪ মিলিমিটার লম্বা পাথর জমেছে এবং তা অস্ত্রোপচার করে বাদ দিতে হবে। তবে তাঁকে অন্য হাসপাতালে গিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু দেবেন্দ্রভাই জেদ ধরেন ওই হাসপাতালেই তিনি চিকিৎসা করাবেন।

রোগীর জেদের কাছে হার স্বীকার করে সেখানেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন চিকিৎসক। এরপর ২০১১ সালে মে মাসে তাঁর অপারেশন করা হয় বালাসিনরো শহরের কেএমজি হাসপাতালে। অপারেশনের পর রোগীকে ছেড়ে দেওয়ার ৪ মাস পর আবারও তাঁর শারীরিক অবস্থার অবন্নতি হতে শুরু করে।

সেইসময় দেবেন্দ্রভাইকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে নিয়ে যেতেই আকাশ থেকে পড়েন রোগীর পরিবার। দেখা যায়, পাথরের বদলে গোটা কিডনিটাই কেটে বাদ দেওয়া হয়েছে দেবেন্দ্রভাইয়ের শরীর থেকে। এরপর সেই চিকিৎসককে ধরলে, তিনি জানান রোগীকে বাঁচাতে তাঁর পরিবারকে না জানিয়েই এই কাজ করা হয়েছে।

এই ঘটনার সময় চিকিৎসা চলাকালীন মারা যান দেবেন্দ্রভাই। এরপরই আদালতের দারস্থ হন দেবেন্দ্রভাইয়ের পরিবার। চিকিৎসক সহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মামলার বিচারে রোগীর পরিবারকে ১১ লক্ষ ২৩ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় হাসপাতালকে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর