দু’দিনের জন্য গোটা ভারত ডুবে যেতে পারে অন্ধকারে, জেনে নিন কারণ

বাংলা হান্ট ডেস্ক: এবার দেশজুড়ে পরপর দু’দিন ব্যাহত হতে পারে বিদ্যুৎ পরিষেবা। জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণ নীতির প্রতিবাদে সারা দেশে বিদ্যুৎ সেক্টরের কর্মীরা (Power Sector Employee) আগামী ২৮ ও ২৯ মার্চ ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।

গত বুধবার বিদ্যুৎ কর্মচারী ও ইঞ্জিনিয়ারদের ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটির (NCCOEEE) সভায় দেশব্যাপী এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই কারণেই মনে করা হচ্ছে যে, চলতি মাসের ২৮ ও ২৯ তারিখ সমগ্র দেশজুড়েই বিদ্যুতের সমস্যা দেখা দিতে পারে।

এছাড়াও, জানা গিয়েছে যে, বিদ্যুৎ কর্মচারীদের পাশাপাশি সারাদেশের শ্রমিক সংগঠনের কর্মীরাও এই দুই দিনে ধর্মঘটে সামিল হবেন। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের সভাপতি শৈলেন্দ্র দুবে জানিয়েছেন যে, সমস্ত রাজ্যের বিদ্যুৎ কর্মচারীরাই কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণের নীতির প্রতিবাদে ধর্মঘটে যোগ দেবেন।

কিসের দাবিতে এই ধর্মঘট:

শৈলেন্দ্র দুবে বলেছেন, মূলত কেন্দ্রের বেসরকারিকরণ নীতির কারণে কর্মচারীদের মধ্যে হতাশা রয়েছে। এছাড়াও, বিদ্যুৎ কর্মচারী ও ইঞ্জিনিয়ারদের প্রধান দাবি হল, বিদ্যুৎ (সংশোধনী) বিল ২০২১ প্রত্যাহার করে সব ধরনের বেসরকারিকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে।

পাশাপাশি, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ করে মুনাফা অর্জনকারী চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, দমন দিউ এবং পন্ডিচেরিতে বিদ্যুৎ বেসরকারিকরণের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। এছাড়াও, বিদ্যুৎ বোর্ড বিলুপ্ত হওয়ার পর নিয়োগপ্রাপ্ত সকল বিদ্যুৎ কর্মচারীকে পুরাতন পেনশন প্রকল্পের সুবিধা দিতে হবে বলেও জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে, বেসরকারীকরণের প্রতিবাদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কর্মীরাও আগামী ২৮-২৯ মার্চ ধর্মঘটে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এছাড়াও, বিভিন্ন ব্যাঙ্কের কর্মচারী সংগঠনগুলি চলতি মাসের এই দু’দিনে ধর্মঘটের ডাক দিয়েছে। যার ফলে ব্যাঙ্ক পরিষেবাগুলিও প্রভাবিত হতে পারে সংশ্লিষ্ট দিনগুলিতে।

electricity demand

ইতিমধ্যেই SBI এই কারণে তাদের গ্রাহক এবং শেয়ার বাজারের বিনিয়োগকারীদেরও সতর্ক করেছে। মূলত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারীকরণ এবং ব্যাঙ্ক আইন সংশোধনী বিল ২০২১-এর প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর