পুরো বিশ্ব করছে চীনের বিরোধিতা, রুশ দিচ্ছে চীনের সাথ

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) কারণে চীন (China) এখন সমগ্র বিশ্বের কাছে শত্রু দেশে পরিণত হয়েছে। আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়ার সমস্ত জায়গায় চীনকে ঘিরে প্রতিবাদ উঠছে। সমস্ত দেশ চীনের বিপক্ষে গেলেও এখনও অবধি একটা দেশ চীনকে সমর্থন করে চীনের পাশে রয়েছে। রাশিয়া এখনও অবধি চীনের সুরক্ষা পারিষদ, যেকোনো রকম সমস্যায় তাঁদের পাশে দাঁড়াচ্ছে।

   

রাশিয়া এবং চীন কমিউনিস্ট দলের আকড়া। এই সংকটের মধ্যে পশ্চিম দেশের হামলার থেকে এই দুই দেশ একে অপরকে সাহায্য করে চলেছে। আমেরিকা থেকে রাশিয়ায় কোন রূপ অর্থ সাহায্য করা হচ্ছে না, এবং উল্টো দিকে চীন বিশ্বের শত্রু দেশে পরিণত হয়েছে। সেই কারণে কোণঠাসা এই দুই দেশ একে অপরের বন্ধু দেশে পরিণত হয়েছে।

ইউরোপীয় সংগঠন থেকে যখন চীন এবং রাশিয়ার উপর করোনা ভাইরাসের বিষয় গোপন রাখার জন্য দোষারোপ করেছিল, তখন রাশিয়ার বিদেশমন্ত্রী নিজের দেশের পাশাপাশি চীনকেও সাহায্য করেছিল। এছাড়াও করোনা ভাইরাসের উৎপত্তির বিষয়ে চীনের পক্ষেই সওয়াল করেছিল। তখন রাশিয়ার সরকার বলেছিল, করোনা ভাইরাস চীন থেকে ছড়ালেও, এর উৎপত্তি সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। এমনকি UNSC-তেও এই দুই দেশের বন্ধুত্ব দেখা গিয়েছিল। UNSC-এর বৈঠকে প্রথম থেকেই চীন করোনা ভাইরাসের প্রসঙ্গ এড়িয়ে যেত এবং এতে রাশিয়া সমর্থনও জানাত।

গত মাসে UNSC-তে স্টোনিয়া করোনা ভাইরাসের বিষয়ে আলোচনার প্রসঙ্গ তুললে, চীন তাঁদের ব্লক করে দিয়েছিল এবং তাতে রাশিয়ারও সমর্থন ছিল। পশ্চিমি দেশগুলো থেকে যেভাবে এই সংকটের সময়ে এই দুই দেশকে কোণঠাসা করা হয়েছে, সেই কারণে চীন এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্ব বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইয়ারসের কারণে রাশিয়ার তেলের ব্যবসায় বিরাট পতন ঘটে যায়। সেই কারণে এখন রাশিয়া চাইছে, চীনের সাহায্যে তাঁদের অর্থ ভাণ্ডার মজবুত করতে। অপরদিকে চিন চাইছে এই সংকটের সময়ে কাউকে একটা আকড়ে ধরে এগিয়ে যেতে। পূর্বে সংঘর্ষ থাকেলও, বর্তমানে এই দুই দেশ একে অপররে পাশে দাঁড়িয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর