পুরো বিশ্বে ভারতে তৈরি জিনিসের প্রশংসা ছড়িয়ে দিতে হবেঃ প্রধানমন্ত্রী মোদী

বাংলাহান্ট ডেস্কঃ ৭৪ তম স্বাধীনতা দিবসে (Independence Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) লাল কেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে দেশের প্রতি সম্মান জ্ঞাপন করলেন। অন্যান্য বারের থেকে এবছর করোনার কারণে জাকজমক কিছুটা কম থাকলেও, মান্য করা হয়েছে সমস্ত করোনা সতর্কীকরন।

পতাকা উত্তোলনের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দ্যেশ্যে বক্তৃতা দিলেন। দেশবাসীর সুবিধার্থে ঘোষণা করলেন নতুন প্রকল্পের। আত্মনির্ভর ভারত গড়ে তোলার বিষয়ের উপর আবারও জোর দিলেন। সেইসঙ্গে বললেন আত্মনির্ভর ভারত গড়তে যত বাধাই আসুক না কেন, দেশাবসি ঠিক সেই বাঁধা অতিক্রম করে যাবে। আমরা বিশ্বাস করব, ভারতে উৎপাদিত দ্রব্য একদিন গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে।

প্রধানমন্ত্রী বললেন, করোনাকালে সংকটের মধ্যেও ভারত অনেক দূর এগিয়ে গেছে। যে ভারতে পূর্বে একটিও পিপিই কিট উৎপাদিত হত না, তৈরি হত না N95 মাস্ক, এমনকি ভেন্টিলেটরও প্রস্তুত হত না, এখন সেই ভারতে পিপিই কিট, N95 মাস্ক, ভেন্টিলেটর সবকিছুই তৈরি হচ্ছে। দেশের ব্যবহারের পাশাপাশি আমরা বিদেশেও রপ্তানি করতে পারছি। আত্মনির্ভর ভারত আরও একবার দেখিয়ে দিল, ভারতবাসী চাইলে সবকিছুই করতে পারে।

এই অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি ‘এক দেশ এক হেলথ কার্ড’ ব্যবস্থা চালু করারও ঘোষণা করেলন। তিনি জানালেন, ‘এক দেশ এক হেলথ কার্ড’ ব্যবস্থায় প্রতিটি নাগরিককে আধার কার্ডের ন্যায় একটি করে হেলথ কার্ড দেওয়া হবে। যেখানে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য একটিই প্ল্যাটফর্মে জমা থাকবে। প্রতিটি নাগরিকের একটি করেই হেলথ কার্ড থাকবে। নাগরিকরা চাইলে এই প্রকল্পের আয়ত্তায় যুক্ত হতে পারেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর