ঋষভ পন্থকে আরও ভালো উইকেট কিপার করে তুলতে বিশেষ কোচের কাছে কিপিংয়ের ট্রেনিংয়ে পাঠানো হবে পন্থকে।

ঋষভ পন্থ ভারতীয় দলের একজন তরুন উইকেট রক্ষক ব্যাটসম্যান। দীর্ঘদিন ধরে এই পন্থের উপর ভরসা করে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু তিনি সেই ভাবে পারফরম্যান্স করে দেখাতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে মোটামুটি ঠিকঠাক পারফরম্যান্স করেছেন। তবে ব্যাট হাতে ঠিকঠাক পারফরম্যান্স করার পরও ঋষভ পন্থের উইকেট কিপিং নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে। আর তাই এবারে ঋষভ পন্থের উইকেট কিপিং এর দিকে বিশেষ নজর দিতে শুরু করেছে ভারতীয় দলের নির্বাচক মন্ডলী।

   

সোমবার ভারতীয় দলের আসন্ন শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচন করার পর সাংবাদিক সম্মেলনে এসে জাতীয় দলের প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ জানিয়েছেন যে বারে বারে ঋষভ পন্থের উইকেট কিপিং নিয়ে প্রশ্ন উঠছে, তাই পন্থের উইকেট কিপিং আরো মজবুত করার জন্য পন্থকে একজন উইকেট কিপিং কোচ এর কাছে পাঠানো হবে ট্রেনিং নেওয়ার জন্য। আর সেজন্যই একজন ভালো কোচ নির্বাচন করা হয়েছে। যদিও সেই কোচের নাম এখনও জানা যায়নি।

ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা সকলেই চেষ্টা করছেন সমালোচকদের থেকে ঋষভ পন্থকে আড়াল করতে। সমালোচকদের কথাবার্তায় যাতে পন্থের পারফরম্যান্সে কোনো প্রভাব না পড়ে সেদিকে নজর রাখছেন। এমনকি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মুখেও প্রশংসা শোনা গিয়েছে পন্থের। তাই নির্বাচকমণ্ডলী বুঝতে পেরেছে উইকেটকিপার ব্যাটসম্যান হতে গেলে ঋষভ পন্থকে আর অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর সেই জন্যই বিশেষ উইকেট কিপিং ট্রেনিং নেওয়ার জন্য পন্থকে আলাদা কোচের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর