বাঁশের স্ট্রেচারে প্রসবযন্ত্রনা নিয়ে ৭ কিমি দূরে হাসপাতালে পৌঁছালেন মহিলা! জন্ম দিলেন যমজ বাচ্চার, দেখুন ছবি

বাংলাহান্ট ডেস্কঃ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই প্রতিদিন প্রচুর পরিমাণে ভিডিও, ছবি ভাইরাল (Viral photo) হচ্ছে স্যোশাল মিডিয়ার পর্দায়। যা অনেক সময় দুঃখের সাগরে নিমজ্জিত মানুষের কাছে আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় এমন অনেক মানবিক আবেদন মূলক ভাইরাল ছবি, ভিডিও দেখে কুর্নিশ জানায় নেটপাড়ার বাসিন্দারা।

ঘটনার বিবরণ
সম্প্রতি মেঘালয় (Meghalaya) থেকে এমন এক ভাইরাল ছবি স্যোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যা নেটদুনিয়ার বাসিন্দাদের কাছে প্রশংসার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটি মেঘালয়ের পূর্ব গারো পাহাড়ের। সেখানকার বাসিন্দা এক গর্ভবতী মহিলার প্রসব বেদনা ওঠায়, তাঁকে বাঁশের স্ট্রেচারে করে হাসপাতাল নিয়ে গেল গ্রামবাসীরা। ভাবতে অবাক লাগলেও, বর্তমানে মা এবং দুই জমজ সন্তান সকলেই সুস্থ আছেন।

new 112

বাঁশের স্ট্রেচারে করে নিয়ে যায় হাসপাতাল
শুক্রবার পূর্ব গারো পাহাড় জেলার এক ২৮ বছর বয়সী গর্ভবতী মহিলা জিঙ্গমে মোমিনকে স্থানীয় বাসিন্দারা বাঁশের স্ট্রেচারে করে ৭ কিমি রাস্তা পার করে হাসপাতালে নিয়ে যায়। যানবাহনের অসুবিধা থাকায় ওই অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সমস্যা হওয়ায় এই পথ বের করে গ্রামবাসীরা। তারা যে কোন মূল্যে মা এবং তাঁর ভাবী সন্তানদের বাঁচাতে বদ্ধ পরিকর ছিল।

https://www.facebook.com/eastgarohills/posts/1029136867531993

কুর্নিশ জানাল নেটপাড়ার বাসিন্দারা
ডেপুটি কমিশনার এই সদ্যজাত ফুটফুটে দুই জমজ সন্তান এবং তাঁর মায়ের ছবি তুলে, সেই ছবির সাথে বাঁশের স্ট্রেচারে করে মহিলাকে হাসপাতালে নিয়ে আসার ছবি স্যোশাল মিডিয়ায় সমস্ত ঘটনার বিবরণ সহ পোস্ট করেছেন। সেখানে গ্রামবাসীর এই অসম্ভব কাজের জন্য তাঁদের ধন্যবাদ জ্ঞাপনও করেছেন। স্যোশাল মিডিয়ায় এই ছবি প্রকাশিত হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে গ্রামবাসীদের কাজের প্রশংসা করে কুর্নিশ জানিয়েছে নেটপাড়ার বাসিন্দারা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর