আন্তর্জাতিক আইনের আওতায় এনে চীনের থেকে ক্ষতিপূরণ নেওয়ার দাবি বিশ্বজুড়ে

বাংলাহান্ট ডেস্কঃ চীনের (Chaina) উহান থেকে ছড়িয়ে করোনা ভাইরাস (COVID-19) সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে এই ভাইরাস সমগ্র বিশ্বকে গ্রাস করে নিয়েছে। সব দেশই এখন এই ভাইরাসের কারণে চীনকে দোষারোপ করছে। এর মধ্যেই ‘দ্যা হেনরি জ্যাকসন সোসাইটি’র পক্ষ থেকে সমগ্র বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য চীনের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা বলা হয়।

chaina 8

দ্যা সানডে মর্নিং হেরাল্টের লন্ডন ব্যুরোর এক রিপোর্ট অনুসারে বলা হয়েছে, ‘দ্যা হেনরি জ্যাকসন সোসাইটি’ বলেছে সমগ্র বিশ্বে মারণরোগ করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য চীনের বিরুদ্ধে মামলা করা উচিত। এবং ভাইরাসের ফলে সমস্ত দেশের আর্থিক ক্ষতিপূরণও দেওয়া উচিত চীনের পক্ষ থেকে। করোনা ভাইরাসের ফলে সমগ্র বিশ্বে কমপক্ষে ৬.৫ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এই পরিমাণ G7 দেশের তরফ থেকে জানানো হয়েছে। লকডাউনের সময় সমস্ত কিছু বন্ধ থাকায় এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে সমগ্র বিশ্বে। তাই এই ক্ষতিপূরণ চীন দিতে বাধ্য।

চীনের বিদেশমন্ত্রালয়ের প্রবক্তা ঝাউ লিজেনের সঙ্গে চীনের অন্যান্য নেতারাও এই দ্যা সানডে মর্নিং হেরাল্টের পেশ করা রিপোর্টকে সম্পূর্ণ বলে দাবী জানায়। তাঁদের দাবী, করোনা ভাইরাস যে চীন থেকে সমগ্র বিশ্বে ছড়িয়েছে, এই বক্তব্য সম্পূর্ণ ভুল। এই সংবাদের কোন সত্যতা নেই।

jing 2

অন্তরাষ্ট্রীয় মিডিয়াতেও চীনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন অনেকেই। যেখানে বলা হয়েছে করোনা ভাইরাস চীনের উহানের ভাইরোলজি ল্যাব থেকেই সিফুড বাজারে ছড়িয়ে পড়ে। তারপর সেখান থেকেই তা চীন সহ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রথমে চীন এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করেছে।

আগেই করোনা ভাইরাস ছড়ানোর ফলে ক্ষতিপূরণের জন্য আমেরিকা চীনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন ডলারের দাবীতে মামলা দায়ের করেছিল। আমেরিকার এক কোম্পানি দাবী করে যে, চীন জেনে শুনেএই ভাইরাস সমগ্র বিশ্বে ছাড়িয়েছে, যার ফলে আমেরিকায় এই ভাইরাস বিস্তার লাভ করে। এর পাশাপাশি তারা আরও দাবী করেছিল যে চীন সরকার উহানের ভাইরোলজি ল্যাবে এই হাতিয়ার তৈরি করেছে। এই কাজে চীন সরকার, চীনের সেনা, উহানের ভাইরোলজি ইনস্টিটিউটের ডিরেক্টর এবং চীনের সেনাদের মেজরের ভূমিকা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর