চাকরি না পেয়ে খুলেছিলেন চায়ের দোকান, আজ বিখ্যাত “কোটিপতি চাওয়ালা” নামে

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে চা (Tea) হল একটি অত্যন্ত জনপ্রিয় পানীয়। শুধু তাই নয়, চা-কে “ড্রিংক অফ ইন্ডিয়া” (Drink Of India) বললেও অত্যুক্তি হবে না। আমাদের দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি গলিতেই চায়ের দোকান দেখতে পাওয়া যায়। যেখানে দিন দু’বেলা ভিড় জমান চা-প্রেমীরা। যদিও, বর্তমান সময়ে চা যে শুধুমাত্র একটি জনপ্রিয় পানীয় হিসেবেই থেকে গিয়েছে এমনটা কিন্তু নয়। বরং, যুবসমাজের কাছে এটি একটি পেশারও উন্মোচন করে দিয়েছে।

ইতিমধ্যেই আমরা “এমবিএ চাওয়ালা”, “ছোটু দাদা চাওয়ালা”, কিংবা “গরিব চাওয়ালা”-র নাম শুনেছি। চা বিক্রির মাধ্যমেই সফলতা অর্জন করেছেন তাঁরা। সেই রেশ বজায় রেখেই বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে উপস্থাপিত করব “কোটিপতি চাওয়ালা”-র প্রসঙ্গ। যাঁর আসল নাম হল দীপক কুমার। তিনি বিহারের ভাগলপুরে একটি চায়ের দোকান চালান। মূলত, তিনি স্যুট-বুট পরেই চা বিক্রি করেন। এমতাবস্থায়, তাঁর এই “স্টাইল” আকৃষ্ট করে সবাইকেই।

কোটিপতি চাওয়ালা: বিহারের বাঁকা জেলার একটি ছোট শহর অমরপুরের বাসিন্দা দীপক কুমার, তিলকা মাঞ্জি ভাগলপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। এদিকে, পড়াশোনা শেষ করে চাকরি না মেলায় তিনি চায়ের দোকান শুরু করেন। ভাগলপুরের তিলকা মাঞ্জি চক থেকে ১০০ মিটার দূরে দীপকের কোটিপতি চাওয়ালার স্টলটি মিলবে। সকাল থেকেই সেখানে চা খেতে ভিড় জমান প্রচুর মানুষ।

এই প্রসঙ্গে দীপক জানিয়েছেন, “কোনো কাজই আমার কাছে ছোট বা বড় নয়। আমি চাকরি পাইনি তাই চায়ের দোকান খুলেছি।” এদিকে, দীপকের স্টলে ৫ ধরণের চা পাওয়া যায়। যার মধ্যে রয়েছে রেগুলার চা (১০ টাকা), লেবু চা (১০ টাকা), আদা চা (১৫ টাকা), লবঙ্গ-এলাচ চা (২০ টাকা) এবং স্পেশাল চা (২৫ টাকা)।

এদিকে, দীপক তাঁর দোকানের এই অভিনব নামের প্রসঙ্গে জানান, “চা প্রত্যেকের জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। সে রাস্তার ধারে বসে থাকা গরীব হোক বা রাজপ্রাসাদে বসে থাকা ধনী। তাই আমি আমার স্টলের নাম রেখেছি কোটিপতি চাওয়ালা। দ্বিতীয় কারণ হল, অন্যদের মতো আমিও কোটিপতি হতে চাই। এমনিতে তো কোটিপতি হতে পারছি না, তাই স্টলের নামটাই দিয়েছি কোটিপতি। আমার স্টলে খাঁটি দুধ দিয়ে চা তৈরি করা হয়। এটাই আমার জীবিকার উপায়।”

whatsapp image 2023 03 19 at 4.12.24 pm

স্যুট-বুট পরে করেন চা বিক্রি: এই প্রসঙ্গে দীপক বলেন, চাকরি খুঁজতে গিয়ে কোট-প্যান্ট কিনেছিলেন তিনি। কিন্তু চাকরি না মেলায় এখন সেগুলি পরেই তিনি চা বিক্রি করেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে দীপক “সিঙ্গেল”-দের বিনামূল্যে চা দিয়েছিলেন। তবে, কাপলদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর