টাইমলাইনপশ্চিমবঙ্গ

এক প্রেমিককে নিয়ে দুই বোনের টানাটানি! সম্পর্কের চাপে মর্মান্তিক পরিণতি নৈহাটির যুবকের

বাংলাহান্ট ডেস্ক : ত্রিকোণ প্রেমের (Love Triangle) জেরে ফের একবার ঘটল মর্মান্তিক ঘটনা। এক যুবকের সম্পর্ক ছিল একই বাড়ির দুই মেয়ের (Two sisters) সাথে। সেই সম্পর্কের টানাপোড়েনে শেষে বলি হতে হল তাকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নৈহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের গৌরীপুর খাঁ পাড়ায়। জানা গিয়েছে, এই যুবক গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা (Suicide) করেছেন। অনুমান এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ত্রিকোণ প্রেমের জন্যই।

সূত্রের খবর, মৃত যুবকের নাম রতন বর্মা। কুড়ি বছর বয়সী রতন ভাড়া (Rent) থাকতেন বিজয় দে-র বাড়িতে। এই আত্মহত্যার পিছনে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে ওই বাড়ির আরেক ভাড়াটিয়া দুই বোন রুমিকা ও রিয়া হরিজন এর বিরুদ্ধে। তবে মৃত্যুর আগে রতন বর্মা হাসপাতালে পুলিশের (Police) কাছে জবানবন্দি দিয়ে গেছেন যে তিনি নিজেই গায়ে আগুন লাগিয়েছেন।

মৃতের পরিবারের তরফ থেকে থানায় কোনও অভিযোগ নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। রতন ও রুমিকারা দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন বিজয় দে-র বাড়ি। একই বাড়িতে ভাড়া থাকার দরুন রতনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রুমিকার। তবে স্থানীয়রা জানিয়েছেন, রুমিকার সাথে সম্পর্কে থাকাকালীন রতন তার বোন রিয়ার সাথেও জড়িয়ে পড়েন ঘনিষ্ঠ সম্পর্কে।

মৃতের পরিবার দাবি করেছে, রতনকে নিয়ে সাংঘাতিক রকমের টানাপোড়েন চলছিল দুই বোনের মধ্যে। দুই বোনের মধ্যে ব্যাপক ঝামেলা হয় গত ২৬ ডিসেম্বর। এরপর ঝগড়া চরম সীমায় পৌঁছলে রুমিকা ফোন করে নিজেদের ঘরে ডাকে রতনকে। দুই বোনের মধ্যে ফের অশান্তি শুরু হলে রতন নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

Suicide,Naihati,Love Affairs,Relationship problem,Young man,Two sisters,Mental Pressure,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

 

এই ঘটনার পর রতনকে প্রথমে ভর্তি করা হয় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে তাকে পরের স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। এরপর গতকাল সকালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রতনের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বেপাত্তা হয়ে গিয়েছে এই দুই বোন ও তার পরিবার।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker