চুরি করা ফোন মালিককে ফেরত দিল চোর, আসল কারন জানলে অবাক হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্কঃ প্রতিদিন বদলে যাচ্ছে মোবাইলের টেকনোলজি। আর তার সাথে অভ্যস্ত হয়ে উঠছে গোটা বিশ্ব। প্রযুক্তির সাথে তাল মেলাতে পারেনি এমন লোক নেহাতই কম। যুব সমাজের মধ্যে তো এমন লোক খুঁজে পাওয়াই ভার। চুরি করা মোবাইল (mobile) সে চালাতে পারছে না তাই মালিকের নাম্বারে কল করে ফেরত দিল ২২ বছর বয়সী চোর (thief)। এমনই আশ্চর্য ঘটনা ঘটেছে বর্ধমানে (east burdawan)

জানা যাচ্ছে, এক ব্যক্তি পূর্ব বর্ধমান্সে জামালপুরের একটি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়েছিলেন। কেনাকাটা শেষ হলে ৪৫ হাজার টাকা দামের ফোনটি সে সেখানেই ফেলে আসে। পরে সেই দোকানে হাজির হয় ২২ বছরের যুবক। দামী ফোনটি দেখে সে লোভ সামলাতে পারেনি। অচিরেই সেটি পকেটস্থ করে নেয় সে।

অন্যদিকে, ফোন হারিয়ে যাওয়ায় ফোনের মালিকও অভিযোগ দায়ের করেন থানায়৷ কিন্তু থানা কোনো তদন্ত শুরু করার আগেই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। চোর ঐ ব্যক্তিকে কল করে এবং একটি নির্দিষ্ট ঠিকানা দিয়ে তাকে ফোন নিয়ে যেতে বলে। কারন ফোন চুরি করলেও সে সেটি চালাতে জানে না৷

পরবর্তীতে পুলিশ সহ ঐ ব্যক্তি চোরের বাড়িতে যান। সেখানে চোর ঐ ব্যক্তিকে তার ফোন ফেরত দেয়। এমতাবস্থায় পুলিশ সেই চোরকে গ্রেপ্তার করতে চাইলেও ফোনের মালিক পুলিশকে কোনো রকম পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ করে।

 

সম্পর্কিত খবর