স্মৃতি মান্ধানা আর বিরাট কোহলির মধ্যে রয়েছে গভীর সংযোগ, সামনে এল বড় রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় মহিলা দলের হয়ে অস্ট্রেলিয়ার মতো কঠিন মাটিতেও দুর্দান্ত প্রদর্শন উপহার দিয়েছেন স্মৃতি মান্ধানা। বিশেষত গত বেশ কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেট খেলেনি ভারতীয় মহিলা দল। যার ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে গোলাপি বল টেস্টে লড়াইটা ছিল অগ্নিপরীক্ষার শামিল। এমনকি কথা মেনে নিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। কিন্তু ভারতের হয়ে খেলা পুরোপুরি বদলে দেন বাঁহাতি ব্যাটার স্মৃতি মান্ধানা।

নিজের প্রথম পিঙ্ক বল টেস্টে দুরন্ত সেঞ্চুরি উপহার দেন স্মৃতি। মাত্র ১৭১ বলে সেঞ্চুরি পূরণ করে তিনি বুঝিয়ে দেন, পরিস্থিতি বিরূপ হলেও দাঁতে দাঁত চেপে লড়াই করবে ভারতীয় দল। সেদিন স্মৃতির ১২৭ রানের ইনিংস সাজানো ছিল ২২ টি চার একটি ছক্কা দিয়ে। কার্যত তার দৌলতেই প্রথম ইনিংসে ৩৭৭ রানের বিশাল টার্গেট দিতে পেরেছিল ভারত। অবশ্য সুন্দর ৬৬ রানে ইনিংস খেলেছিলেন দীপ্তি শর্মাও।

তবে নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরির সাথে সাথেই একটি বিরল রেকর্ড ভেঙে ফেলেন মান্ধানা। ভারতের হয়ে পিঙ্ক বল টেস্টে প্রথম পুরুষ হিসেবে সেঞ্চুরী করেছিলেন বিরাট কোহলি। সেদিন বাংলাদেশের বিরুদ্ধে ১৩৬ রানের অধিনায়কত্ব ইনিংস খেলেছিলেন তিনি। এবারে একই রেকর্ড মহিলাদের হয়ে গড়লেন স্মৃতি মান্ধানা। আর তারপর থেকেই তার চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্মৃতির সঙ্গে বিরাটের নানান সামঞ্জস্য খুঁজে বের করার চেষ্টা করছেন সমর্থকরা।

https://twitter.com/RCBTeluguArmy/status/1443814781824077826?s=19

একটি অদ্ভুত সামঞ্জস্য খুঁজেও পেয়েছেন তারা। বিরাট কোহলির সৌজন্যে ভারতীয় ক্রিকেটে ১৮ নম্বর জার্সি সকলের কাছে পরিচিত। আশ্চর্য হল ওই একই নাম্বারে জার্সি পড়েন স্মৃতি মান্ধানাও। অনেকেই বলছেন এটাই আসলে বিরাট এবং মান্ধাতার মধ্যে গভীর এক সংযোগের উদাহরণ। দুজনেই ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারা দুজনেই আরও অনেক রান করে ভারতকে জয় এনে দিন এটাই এখন কামনা সমর্থকদের। তবে এই মুহূর্তে দুজনের জার্সির ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর