OMG! এই দেশে নেই একজনও ভারতীয়! ‘সিটি’টির নাম শুনলে আকাশ থেকে পড়বেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয়রা (Indian) আজ ছড়িয়ে পড়েছেন গোটা বিশ্বে। নিজেদের মেধা ও প্রকৌশল শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ পদে আসিন ভারতীয়রা। এমনকি ভারতীয় বংশোদ্ভূতরাও সুনামের সাথে কাজ করছেন বিশ্বের বিভিন্ন দেশে। তবে জানেন আমাদের পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে কোনও ভারতীয় (Indian) নেই? 

ভারতীয় (Indian) নেই দেশটিতে

আমরা যে দেশের কথা বলছি সেই দেশের নাম সারা পৃথিবী জুড়ে চর্চিত। তবে অবাক করা বিষয় হল এই দেশে একজন ভারতীয়ও বসবাস করেন না। ভ্যাটিকান সিটি রোমান ক্যাথলিকদের কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গা। এমনকি রোমের প্রাণকেন্দ্রে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম স্বাধীন দেশ।

আরোও পড়ুন : এক লাফে ৫ বছর এগোবে গল্প, জি বাংলার থেকে স্লট কাড়তে ত্রিকোণ প্রেম আনছে জলসার এই মেগা!

প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক ছুটে যান ভ্যাটিকান সিটির বিখ্যাত ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক কেন্দ্র, সেন্ট পিটারস ব্যাসিলিকা এবং ভ্যাটিকান মিউজিয়াম চাক্ষুষ করার জন্য। অনেক ভারতীয় ভ্যাটিকান সিটিতে পর্যটক হিসেবে যান প্রতি বছর। তবে এই দেশে একজনও ভারতীয় বসবাসকারী নেই।

আরোও পড়ুন : টেনেটুনে ১ মাস, বিতর্ক মাত্রা ছাড়াতেই নায়ক বদলের দাবি, জি এর মেগা বয়কটের ডাক দর্শকদের!

জনসংখ্যার দিক থেকে ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ। এই দেশের জনসংখ্যা মাত্র ১০০০ এর কাছাকাছি। এছাড়াও বিশ্বের অন্যতম প্রাচীন প্রজাতান্ত্রিক দেশ সান মারিনোইতালির অ্যাপেনাইন পর্বতমালায় অবস্থিত সান মারিনো। ছবির মতো সুন্দর এই দেশে ভারতীয়র সংখ্যা হাতে গোনা। বালুকাময় সমুদ্র সৈকত, কৃষ্ণ সাগর এবং বলকান অঞ্চলের জন্য গোটা পৃথিবীতে পরিচিত বুলগেরিয়া।

There is no Indian in this city

তবে জানলে অবাক হবেন বুলগেরিয়ায় অভিবাসন পাওয়া ভারতীয়র সংখ্যা গোটা ইউরোপে সব থেকে কম। স্বৈরশাসনের জন্য গোটা পৃথিবীতে আলোচিত হয় উত্তর কোরিয়ার নাম। শুধু ভারতীয় নয়, অন্য দেশের নাগরিকদেরও উত্তর কোরিয়ায় খুব একটা দেখা যায় না। অত্যন্ত কঠোর অভিবাসন নীতি হওয়ায় উত্তর কোরিয়ায় ভারতীয় নেই বললেই চলে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X