LIC-তে লাওয়ারিস অবস্থায় পড়ে ২১ হাজার কোটি টাকা! এভাবে দাবি করলে পাবেন আপনিও

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ব্যাঙ্কে ৩৫ হাজার কোটি টাকা পড়ে রয়েছে। জেনে অবাক হবেন যে, এই টাকার কোন দাবিদার নেই। আর এবার সেই একইরকম তথ্য বেরিয়ে এল LIC-র তরফ থেকেও। জানা যাচ্ছে, এলআইসি-তে (Life Insurance Corporation) পড়ে রয়েছে প্রায় ২১ হাজার ৫৩৯ কোটি টাকা, যার কোনও দাবিদার নেই।

lic 1

প্রসঙ্গত উল্লেখ্য, এলআইসির অফিশিয়াল সাইটে গেলেই আপনি মৃত্যু, মেয়াদপূর্তির, প্রিমিয়াম ফেরত বা অন্য কোনও ধরনের দাবি না করা অর্থ অনলাইনে যাচাই করে নিতে পারবেন। গ্রাহকদের জন্য এই সুবিধা রেখেছে সংস্থাটি‌। এর আগে ২০২১ সালে সংস্থাটি জানিয়েছিল, তাদের কাছে ২১ হাজার ৫৩৯ কোটি টাকা রয়েছে যার কোন দাবিদার নেই।

তবে এলআইসি-র ক্ষেত্রে দাবিহীন টাকা তোলার জন্য সংস্থার পোর্টালেই একটি নির্দিষ্ট টুল রাখা হয়েছে। সেখান থেকে আপনিও আপনার দাবি না করা টাকা তুলে নিতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আপনাকে LIC-এর ওয়েবসাইটে যেতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম ফলো করতে হবে।

১. প্রথমেই এলআইসি-র ওয়েবসাইটে যান।
২. সেখান থেকে ওয়েবসাইটে-র কাস্টমার সার্ভিস সেকশনে যান
৩. Unclaimed Amount of Policyholders- বলে একটি অপশন পাবেন। তাতে ক্লিক করুন। সেখানে একটি নতুন উইন্ডো করতে হবে। সেই উইন্ডো-তে কিছু তথ্য লাগবে।
৪. পলিসি নম্বর, পলিসি হোল্ডারের নাম, প্যান কার্ডের নম্বর দিয়ে সাবমিট করতে হবে। সেখান থেকেই জেনে যাবেন আপনি এলআইসি থেকে কত টাকা পাবেন।

এমনকি সেই টাকা আপনি পেয়েও যাবেন। কেওয়াইসি, পলিসি সংক্রান্ত নথি দিয়ে আবেদন করলে তবেই গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, যদি ১০ বছরের জন্য কোনও পলিসির জন্য বীমা সংস্থার কাছে কোনও দাবি না আসে, তবে তা চলে যায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ডে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর