Budget 2020 live: ভারতের প্রতিটি জেলায় তৈরি হবে মেডিক্যাল কলেজ! স্বাস্থ্যক্ষেত্রে বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ স্বাস্থ্য পরিষেবায় উন্নতির আশ্বাস দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ । দেশে চিকিত্সকের সংখ্যা বাড়ালেই দেশে মেডিক্যাল পরিষেবার উন্নয়ন ঘটবে । রোগীরা আর সমস্যায় থাকবে না , জানালেন সীতারামণ । তিনি জানিয়েছেন, দেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই তৈরি করা হবে মেডিক্যাল কলেজ ।

এর জন্য চিকিত্সকের সংখ্যা বাড়াতে হবে দেশে । তিনি বলেছেন, বাংলায় ন্যায্য মূল্যের মতো অন্যান্য রাজ্যেও ওষুধের দোকানে সস্তার ওষুধ বিক্রির বন্দোবস্তের কথাও জানান নির্মলা । বেসরকারি হাসপাতালে চিকিত্সায় খরচ যথেষ্ট বেশি । তাই, আর্থিক অবস্থা ভাল না হলে বাধ্য হয়েই সরকারি হাসপাতালে চিকিত্সা করাতে যাম রোগীরা ।

কিন্তু অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে, পরিষেবা সঠিক মিলছে না হাসপাতালে । তাই সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার । ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । চিকিৎসকের সংখ্যা প্রথমে বাড়াতে হবে। তাই সিদ্ধান্ত নেওয়া  হয়েছে পিপিপি মডেলে প্রত্যেকটি জেলা হাসপাতালের সঙ্গেই গড়ে তোলা হবে মেডিক্যাল কলেজ।

বর্তমানে এমন অনেক জেলা রয়েছে যেখানে সরকারি হাসপাতাল নেই। ওই জেলাগুলিতে চিকিৎসা পরিষেবা পেতে কালঘাম ছোটে সাধারণ মানুষের। তাঁদের কথা ভেবে অবিলম্বে আয়ুষ্মান ভারতের আওতায় এনে হাসপাতাল তৈরির বন্দোবস্ত করা হবে বলেই বাজেটে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

সম্পর্কিত খবর