ক্রিকেট ম্যাচে হবে না টস! পাল্টে যাচ্ছে আরও একাধিক নিয়ম, বড় পদক্ষেপের পথে BCCI

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটে (Cricket) এবার হতে চলেছে বড় পরিবর্তন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শীঘ্রই ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটে বড় পরিবর্তন হতে পারে। মূলত, ঘরোয়া ক্রিকেটে টস নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে BCCI (Board of Control for Cricket in India)। অনুমান করা হচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেট থেকে টস বাদ দেওয়ার পরিকল্পনা করছে। এমনটা হলে টসের পরিবর্তেই বোলিং বা ব্যাটিং বেছে নেওয়ার অধিকার থাকবে সফরকারী দলের। অর্থাৎ, টস ছাড়াই বল বা ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারবে সংশ্লিষ্ট দল। এমতাবস্থায়, সিকে নাইডু ট্রফি থেকেই এই নিয়ম কার্যকর করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

BCCI এই পরিবর্তনগুলির বিষয়ে বিবেচনা করছে: এদিকে, জানিয়ে রাখি যে ঘরোয়া ম্যাচের সূচিতেও পরিবর্তন হতে পারে। মনে করা হচ্ছে দুই ঘরোয়া ম্যাচের মধ্যে সময়সীমা আরও বেশি হতে পারে। আসলে গত ঘরোয়া মরশুমে অনেক দলের অধিনায়কই দুই ম্যাচের মধ্যে সময় বাড়ানোর দাবি জানিয়েছিলেন। এটাও এখন অনুমান করা হচ্ছে যে BCCI শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর দিতে পারে।

   

There will be no toss in the cricket match.

এদিকে এই বিষয়ে BCCI সেক্রেটারি জয় শাহের একটি বড় প্রতিক্রিয়া সামনে এসেছে। জয় শাহ বলেছেন, সিকে নাইডু ট্রফি থেকে টস বাদ দেওয়া হবে। পরিবর্তে, বোলিং বা ব্যাট বেছে নেওয়ার অধিকার থাকবে সফরকারী দলের অধিনায়কের। এছাড়াও, সিকে নাইডু ট্রফি থেকে একটি নতুন পয়েন্ট সিস্টেম প্রয়োগ করা হতে পারে।

আরও পড়ুন: ঘাতক ড্রোন সহ যুদ্ধজাহাজ মোতায়েন! ভারত বিরোধী মুইজ্জু তুরস্কের সাথে করছেন ভয়ঙ্কর পরিকল্পনা

IPL থেকে কি ইমপ্যাক্ট প্লেয়ার রুল বাতিল হবে: এর পাশাপাশি IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার রুল নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আসলে, গত মরশুমে IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কার্যকর করা হয়েছিল। এই নিয়ম নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠেছে। তবে এখন এটি নিয়ে শীঘ্রই একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অনুমান করা হচ্ছে IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার রুল বাতিল করা হতে পারে।

আরও পড়ুন: শ্রীলঙ্কা, পাকিস্তান অতীত! এবার ভারতের আরেক প্রতিবেশীকে চরম ঠকাল চিন, রেগে লাল বন্ধু

BCCI সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, “আমরা পরীক্ষামুলকভাবে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি চেষ্টা করেছি। এখন এটি নিয়ে ভাবার সময় এসেছে।” এমতাবস্থায়, আগামী দিনে ঘরোয়া ক্রিকেটে টস এবং IPL-এ ইমপ্যাক্ট খেলোয়াড়দের নিয়ে BCCI কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর