‘কেষ্ট গেছে, ভাইপো যাবে, মমতা পিছন ঘুরে দেখবেন ববি-অরুপও নেই’! নজির বিহীন আক্রমণ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরাসরি আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে। গত রবিবারই বেহালার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি (BJP) সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ইডি-সিবিআইকে (CBI) ব্যবহার করে তৃণমূলকে কোণঠাসা করার বিরুদ্ধে সরব হন তিনি।

মমতা সেদিন বলেন, ‘কাল যদি সিবিআই -ইডি আমার বাড়িতে যায় আপনারা কী করবেন? সকলে রাস্তায় নামবেন তো? গণতান্ত্রিকভাবে আন্দোলন করবেন তো?’ এই পরিস্থিতিতে এবার পালটা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘সেদিন ঘনিয়ে আসছে, যেদিন কেউ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে থাকবে না।

   

সোমবার উলুবেড়িয়ায় এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, ‘অপা সিন্ডিকেট ধরা পড়েছে। কেষ্ট গেছে, ভাইপোরও সময় আসছে। প্রস্তুতি নিন, তৈরি হেন। মমতা বন্দ্যোপাধ্যায় পিছন ঘুরে দেখবেন, ববি, অরূপও থাকবে না। তাঁর পিছনে কেউ থাকবে না। সেই দিন আসছে।’ এদিন আরও একবার শুভেন্দু দাবি করেন ২০২৪ সালে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে রাজ্যে। তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘জোট বাঁধুন, তৈরি হোন। সামনের দিন আসছে জোর লড়াই করার। ২৪-এ একসঙ্গে নির্বাচন হবে। বাংলায় রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। তখন আর তিরঙ্গা যাত্রার জন্য পুলিশের অনুমতি লাগবে না।’

শুভেন্দু অধিকারী,Suvendu Adhikari,মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,CBI,BJP,Anubrata Mandal,Bangla,Bengali News

সোমবার অনুব্রতর প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি কিছুই চান না। তৃণমূল দলনেত্রী বলেন, ‘আমি একদিন কেষ্টকে জিজ্ঞাসা করলাম, তুই তো কিছুই চাস না। ওকে এমএলএ হতে বলুন, ও হবে না। ওকে এমপি হতে বলুন হবে না। আমি ওকে অনেকবার বলেছি, রাজ্যসভায় যা। তাও যাবে না।’ মমতার এই মন্তব্যের প্রেক্ষিতেই পালটা কটাক্ষ করলেন শুভেন্দু। বিরোধী দলনেতা সোমবার বলেন, ‘কেষ্টকে রাজ্যসভাতে পাঠাতে চাইলাম, গেল না। যাবে কী করে? কেষ্ট তো নাম লিখতেও জানে না, পড়তেও জানে না। আর এটা স্বাধীনতা দিবসের বক্তব্য? প্রধানমন্ত্রীকে তুই বলছে মুখ্যমন্ত্রী। তারপর আমাকে নিয়ে যা বলেছে, তার উত্তর আমি ঠিক সময়ে সুদ আসলে ফিরিয়ে দেব।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর