করোনা যতই বৃদ্ধি পাক ফরাসি ওপেনে দর্শক থাকবেই, পরিস্কার জানিয়ে দিল আয়োজক কর্তৃপক্ষ

বাংলা হান্ট ডেস্কঃ সারা বিশ্বের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে পাল্লা দিয়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে ফ্রান্সে। ফ্রান্সে করোনা সংক্রমণ কমার কোন লক্ষনই দেখতে পাচ্ছে না সেই দেশের প্রশাসন। তবে দেশে করোনা সংক্রমণ যতই বৃদ্ধি পাক প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সঠিক সময়েই অনুষ্ঠিত হবে বিশ্ব টেনিসের অন্যতম সেরা গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন। এমনকি আয়োজক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে মাঠে দর্শক প্রবেশেরও অনুমতিও দেওয়া হবে।

   

সূচি অনুযায়ী এবারের ফরাসি ওপেন মে মাসে শুরু হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই সময় স্থগিত রাখতে হয় ফরাসি ওপেন। তবে ফরাসি ওপেনের নতুন সূচিও জানিয়ে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আগামী সেপ্টেম্বর মাসের 27 তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের ফরাসি ওপেন। বরাবরের মতো এবারও এই গ্র্যান্ড স্ল্যাম আয়োজিত হবে প্যারিসের রোলা গারোঁয় ক্লে কোর্টে।

ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের সভাপতি বার্নাস গিডেসেলি মাঠে দর্শকদের প্রবেশের অধিকার নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আয়োজক কর্তৃপক্ষ চেয়েছিল মাঠে 50 থেকে 60 শতাংশ দর্শক অর্থাৎ প্রত্যেক দিন কুড়ি হাজার দর্শককে খেলা দেখার ছাড়পত্র দিতে। কিন্তু নতুন স্বাস্থ্য বিধি অনুযায়ী মূল কোর্টে প্রত্যেক দিন 5000 করে দর্শকই খেলা দেখার অনুমতি পাবেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর