এই ৪ ভারতীয় তারকা নিজেদের শেষ ম্যাচে করেছিলেন দুর্দান্ত পারফরম্যান্স, তালিকায় রয়েছে বড় নাম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যে কোনো ক্রীড়াবিদ চান নিজের ক্রীড়া জীবনের শেষটা স্মরণীয় করে রাখতে। অনেক ক্রীড়াবিদ আছেন যারা বয়সের কারণে কেরিয়ারের শেষটা সুন্দরভাবে করতে পারেন না। আবার অনেকে আছেন যারা নিজেদের ক্ষমতার চূড়ায় থাকাকালীনই হাসিমুখে নিজেদের সেরাটা দিয়ে নিজেদের ক্যারিয়ারের সমাপ্তি ঘটান। আজ ক্রিকেট জগতের এমনই ৪ ভারতীয় ক্রিকেটারের কথা আমরা উল্লেখ করতে চলেছি এই প্রতিবেদনে।

অজয় জাদেজা:
এই নামটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে একেবারে অপরিচিত নয় যুবরাজ ধোনি যুগের আগে তিনি ডেথ ওভারে কিছু দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে বেশকিছু ম্যাচে দিয়েছিলেন। ৩ রা জুন ২০০০ সালে তিনি নিজের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে ১০৩ বলে ৯৩ রানের একটু দুরন্ত ইনিংস খেলে ভারতকে জয় এনে দিয়েছিলেন তিনি। এরপর ম্যাচ গড়াপেটা কাণ্ডে ছড়িয়ে আর ভারতীয় দলের হয়ে খেলা হয়নি তার।

গগন খোদা:
ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা তারকাদের মধ্যে একজন ছিলেন গগন। রঞ্জি ট্রফি অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন এই ক্রিকেটার। রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে ২৩৭ রানের ইনিংস খেলার মতো কীর্তিও আছে তার। কিন্তু দেশের জার্সিতে মাত্র দুটি একদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ১৯৯৮ সালের কোকাকোলা ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে কেনিয়ার বিরুদ্ধে ম্যাচটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে ম্যাচে তিনি ১২৯ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

সৈয়দ আবিদ আলী:
আজ কালকে ক্রিকেট ফ্যানদের কাছে এই নামটা একেবারেই অপরিচিত মনে হবে কারণ তিনি তিনি যখন খেলছিলেন তখন আজকালকার অনেক ক্রিকেট ভক্তর হয়ত তখনও জন্মই হয়নি। ১৯৬৭/৬৮ ক্রিকেট মরশুমে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেকেই ৫৫ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৭৫ বিশ্বকাপের নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি ৯৮ বলে ৭০ রান করেন এবং ১২ ওভার বল করে ৩৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন যেটি ছিল তার ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ।

রাহুল দ্রাবিড়:
ইনার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। মূলত টেস্ট ক্রিকেটের কিংবদন্তি হলেও ওয়ানডে ফরম্যাটেও তার রেকর্ড নজরকাড়া। ৩৪৪ টি একদিনের ম্যাচ খেলে ১০৮৯৯ রান করা রাহুল দ্রাবিড় নিজের ওয়ান ডে কেরিয়ারে ১২ টি শতরান এবং 83 টি অর্ধশতরান করেছিলেন। ২০১১ সালে আচমকাই তাকে ভারতীয় ওয়ানডে দলে ফেরত আনা হয়। তবে দ্রাবিড় স্পষ্ট করে দিয়েছিলেন যে এই সিরিজটি হবে দেশের হয়ে খেলার তার শেষ ওয়ান ডে সিরিজ। সিরিজটিতে ভারত বাজে হবে আনলেও শেষ ওয়ানডেতে ৭৯ বলে ৬৯ রান করেছিলেন রাহুল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর